ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

গুলশানে কানাডিয়ান ইন্টারন্যাশনাল স্কুলের নতুন ক্যাম্পাস 

ডেস্ক নিউজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:২৩, ২৭ অক্টোবর ২০২১  
গুলশানে কানাডিয়ান ইন্টারন্যাশনাল স্কুলের নতুন ক্যাম্পাস 

ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে বাংলাদেশী শিক্ষার্থীদের বাংলা ভাষা শেখানোর ক্ষেত্রে প্রতিষ্ঠানগুলোকে আন্তরিক হওয়ার আহ্বান জানিয়েছেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী। গুলশানে কানাডিয়ান ইন্টারন্যাশনাল স্কুলের নতুন ক্যাম্পাস উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

গত ২৫ অক্টোবর সকালে উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন পাট ও বস্ত্রমন্ত্রী গোলাম দস্তগীর গাজী এবং কানাডিয়ান হাই কমিশনার বেনোই প্রেফনটেইন। করোনা মহামারি কাটিয়ে নতুন ক্যাম্পাসের যাত্রা শুরু করতে পারায় উচ্ছ্বাস প্রকাশ করেন স্কুলের প্রিন্সিপাল জেনিস স্মল্স। তিনি বলেন, সবার চেষ্টায় শিক্ষার্থীদের সুন্দর কমিউনিটি গড়ে তোলা সম্ভব হয়েছে। 

এ সময় পাট ও বস্ত্র মন্ত্রী বলেন, ‘ইংরেজি মাধ্যম স্কুলগুলোতে, বাংলাদেশী শিক্ষার্থীদের অন্য বিষয়ের পাশাপাশি বাংলা ভাষা শেখানোর ওপর আরও গুরুত্ব দিতে হবে।’

বাংলাদেশী শিক্ষার্থীরা যাতে উচ্চশিক্ষার জন্য সহজে কানাডায় যেতে পারেন সে বিষয়ে কানাডিয়ান হাইকমিশনকে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান।

ঢাকা/রাহাত সাইফুল

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়