ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

টিএসসি’র ভবন ভাঙা হবে না: ঢাবি ভিসি

নিজস্ব প্রতিবেদক  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৪৯, ২০ নভেম্বর ২০২১  
টিএসসি’র ভবন ভাঙা হবে না: ঢাবি ভিসি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ফাইল ফটো)

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান বলেছেন, বিশ্ববিদ্যালয় ছাত্র শিক্ষক কেন্দ্রের (টিএসসি) বর্তমাম ভবন ভাঙা হবে না। নতুনভাবে স্থাপনা নির্মাণ করা হবে।

শনিবার (২০ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের আব্দুল মতিন ভার্চু্য়াল ক্লাসরুমে এক অনুষ্ঠানে এ কথা জানান তিনি।

টিএএসসি ভবন ভেঙে নতুন কাঠামোতে সাজানো হবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এমন সিদ্ধান্তের পর অনেকে এর প্রতিবাদ করে আসছিলেন। তারই ভিত্তিতে বর্তমান ভবন না ভেঙে নতুনভাবে স্থাপনা হবে বলে জানান বিশ্ববিদ্যালয়ের ভিসি।

অধ্যাপক আখতারুজ্জামান বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় সবসময় সবার যৌক্তিক মতের প্রতি শ্রদ্ধাশীল। গণতান্ত্রিক মূল্যবোধসম্পন্ন রাষ্ট্র গঠনে ঢাকা বিশ্ববিদ্যালয় সর্বদা সচেষ্ট।’ 

ডাকসু নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ‘একটি সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করতে সবার সহযোগিতা প্রয়োজন। সবার স্বত:স্ফূর্ত অংশগ্রহণে গণতান্ত্রিক মূল্যবোধ ও সংস্কৃতির চর্চা শক্তিশালী হলে ডাকসু নির্বাচন দেওয়া হবে। ডাকসু জাতীয় নেতৃত্ব তৈরির অন্যতম একটি মাধ্যম। এটি অনেক বড় একটি কার্যক্রম। এটি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে হলে অবশ্যই সবার সহযোগিতা প্রয়োজন।’ 

ঢাকা/ইয়ামিন/ইভা 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়