ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

অধিভুক্ত সাত কলেজের প্রতিষ্ঠান ও বিষয় নির্বাচন শুরু

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:০০, ৮ ডিসেম্বর ২০২১   আপডেট: ১২:২২, ৮ ডিসেম্বর ২০২১
অধিভুক্ত সাত কলেজের প্রতিষ্ঠান ও বিষয় নির্বাচন শুরু

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজের ২০২০-২১ সেশনের প্রথম বর্ষ ভর্তির কলেজ ও বিষয় নির্বাচন বুধবার (৮ ডিসেম্বর) শুরু হয়েছে। পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটে গিয়ে কলেজ ও বিষয় নির্বাচন করতে পারবেন।

বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটে জানানো হয়েছে, আগামী ২০ ডিসেম্বর পর্যন্ত ভর্তিচ্ছুরা কলেজ ও বিষয় নির্বাচনের আবেদন করতে পারবেন।

গত ৫, ৬ নভেম্বর সাত কলেজের বাণিজ্য, বিজ্ঞান অনুষদ এবং ১৭ নভেম্বর কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ভর্তি পরীক্ষায় বাণিজ্য অনুষদে পাসের হার প্রায় ৭৩ শতাংশ, বিজ্ঞান অনুষদে ৫৭.৭০ শতাংশ ও কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদে ৬৭.৯ শতাংশ।

এ বছর সাত কলেজে তিন ইউনিটে মোট ২৬ হাজার ১৬০টি আসন রয়েছে। বিজ্ঞান ইউনিটে মোট আসন রয়েছে ৬ হাজার ৫০০টি। বাণিজ্য ইউনিটে মোট আসন ৫ হাজার ৩১০টি।  কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটে মোট আসন রয়েছে ১৪ হাজার ৩৫০টি।

ইয়ামিন/এসবি

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়