ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

আইডি কার্ড দিয়ে টিকা নিতে পারবে শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:১১, ১০ জানুয়ারি ২০২২   আপডেট: ১২:২৭, ১০ জানুয়ারি ২০২২
আইডি কার্ড দিয়ে টিকা নিতে পারবে শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি (ফাইল ফটো)

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ৩১ জানুয়ারির মধ‌্যে ১২ থেকে ১৮ বছর বয়সী ৪৪ লাখ শিক্ষার্থীকে করোনা প্রতিরোধী টিকার প্রথম ডোজ দেওয়া সম্পন্ন হবে। ভর্তি ফরম, রেজিস্ট্রেশন বা আইডি কার্ড দিয়ে শিক্ষার্থী প্রমাণ হলেই টিকা দেওয়া হবে। 

সোমবার (১০ জানুয়ারি) দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। করোনা পরিস্থিতিতে শিক্ষাপ্রতিষ্ঠান সম্পর্কিত নির্দেশনা নিয়ে কথা বলেন তিনি। 

আরও পড়ুন: আপাতত শিক্ষাপ্রতিষ্ঠান খোলা থাকছে

শিক্ষামন্ত্রী বলেন, ‘শিক্ষার্থী আইডি কার্ড নিয়ে করোনার টিকা কেন্দ্রে গিয়ে টিকা নিতে পারবে। কারো আইডি কার্ড না থাকলে সেক্ষেত্রে রেজিস্ট্রেশন কার্ড দেখালে টিকা দেওয়া হবে। ১২ বছরের বেশি বয়সী যেকোনো শিক্ষার্থী টিকা কেন্দ্রে গেলে টিকা পাবে।’

মন্ত্রী বলেন, ‘আপাতত আমরা শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করছি না। এ মাসের মধ্যেই শিক্ষার্থীদের টিকার প্রথম ডোজ সম্পন্ন করার বিষয়ে আগামীকাল (১১ জানুয়ারি) আবার বৈঠক করবো। এছাড়া, সার্বিক পরিস্থিতি নিয়ে পরামর্শক কমিটির সঙ্গে আগামী সপ্তাহে আবারও বৈঠক করবো। স্বাস্থ্যবিধি মেনে সীমিত আকারে শিক্ষার্থীদের সশরীরে ক্লাসে পাঠদান চলছে এবং এটি ধারাবাহিকভাবে চলবে।’

আরও পড়ুন: টিকা গ্রহণ ছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানে নয়

তিনি বলেন, ‘শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রেখে শিক্ষার্থীদের টিকা দেওয়ার প্রতি জোর দেওয়া হবে। যারা টিকা নিয়েছে তারা সশরীরে ক্লাসে উপস্থিত হবে। যারা এখনো টিকা নিতে পারেনি এবং অসুস্থ তারা বাসায় বসে অনলাইনে ক্লাসে যুক্ত হবে।’ 

ঢাকা/ইয়ামিন/ইভা 

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়