ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

প্রাথমিকে শিক্ষক নিয়োগ: সিলেট জেলায় ২০ মে’র পরীক্ষা স্থগিত

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৫৫, ১৮ মে ২০২২   আপডেট: ২২:০০, ১৮ মে ২০২২
প্রাথমিকে শিক্ষক নিয়োগ: সিলেট জেলায় ২০ মে’র পরীক্ষা স্থগিত

ফাইল ছবি

তিন পর্যায়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়সমূহের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার দ্বিতীয় পর্বের পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ২০ মে। তবে অনিবার্য কারণে এদিনের সিলেট জেলার পরীক্ষা স্থগিত করা হয়েছে। বাকি জেলাগুলোতে নির্দিষ্ট সময়সূচি অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হবে।

সিলেট জেলার স্থগিতকৃত পরীক্ষা আগামী ২০ মে’র পরিবর্তে ৩ জুন অনুষ্ঠিত হবে।

বুধবার (১৮ মে) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে মন্ত্রণালয় থেকে জানানো হয়, আগামী শুক্রবার আবেদনকারীর নিজ নিজ জেলায় সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। 

পরীক্ষার্থীরা admit.dpe.gov.bd ওয়েবসাইটে User name এবং Password দিয়ে অথবা এসএসসির রোল, বোর্ড ও পাশের সন দিয়ে লগ ইন করে প্রবেশপত্র ডাউনলোড করে রঙিন প্রিন্ট কপি সংগ্রহ করতে পারবেন।

প্রার্থীদের অবশ্যই প্রবেশপত্রের রঙিন প্রিন্ট এবং নিজের জাতীয় পরিচয় পত্র সঙ্গে আনতে হবে। ওএমআর শিট পূরণের নির্দেশাবলী এবং পরীক্ষা সংক্রান্ত অন্যান্য তথ্য প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে এবং প্রবেশ পত্রে পাওয়া যাচ্ছে।

ইয়ামিন/সনি

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়