ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

এমপিওভুক্ত শিক্ষকদের জুন মাসের বেতন ছাড়

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:১২, ৩ জুলাই ২০২২  
এমপিওভুক্ত শিক্ষকদের জুন মাসের বেতন ছাড়

বেসরকারি স্কুল-কলেজের শিক্ষক-কর্মচারীদের জুন (২০২২) মাসের এমপিও’র চেক ছাড় হয়েছে।

জুন মাসের বেতন বাবদ ৭৪৬ কোটি ৩৬ লাখ টাকা দেওয়া হচ্ছে। শিক্ষক-কর্মচারীরা আগামী ৭ জুলাই পর্যন্ত বেতনভাতার সরকারি অংশ তুলতে পারবেন।

রোববার (৩ জুলাই) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিক্ষকদের সরকারি অংশের টাকা রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোতে পাঠানো হয়েছে। শিক্ষকরা আগামী ৭ জুলাইয়ের মধ্যে বেতন তুলতে পারবেন।

এ ছাড়া প্রতিষ্ঠান প্রধানদের ওয়েবসাইট (emis.gov.bd) থেকে নিজ নিজ প্রতিষ্ঠানের এমপিও’র শিট ডাউনলোড করতে বলা হয়েছে।

ইয়ামিন/এনএইচ 

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়