ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

শিক্ষক লাঞ্ছনার বিরুদ্ধে সামাজিক আন্দোলনের আহ্বান শিক্ষামন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:১৫, ৬ জুলাই ২০২২  
শিক্ষক লাঞ্ছনার বিরুদ্ধে সামাজিক আন্দোলনের আহ্বান শিক্ষামন্ত্রীর

ফাইল ছবি

শিক্ষক লাঞ্ছনা ও অপমানের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এক্ষেত্রে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে বলে জানিয়েছেন তিনি।

বুধবার (৬ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে একথা জানান শিক্ষামন্ত্রী।

মন্ত্রী বলেন, ‘একটি মহল উস্কানি দিয়ে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির উদ্দেশ্যে এ জাতীয় ঘটনা ঘটাচ্ছে। অনেকে দেখেও কোনো প্রতিবাদ করছে না। এটি শুধু সরকার অথবা আইনশৃঙ্খলা বাহিনীর একার দায়িত্ব নয়। এ জাতীয় ঘটনার বিরুদ্ধে দাঁড়ানো আমাদের সবার দায়িত্ব।’

তিনি বলেন, ‘আমরা চাইলে সুনির্দিষ্ট দুই এক জায়গায় হয়তবা সমাধান করতে পারব। তবে সামাজিক আন্দোলন গড়ে তুললে সব জায়গায় এদের প্রতিরোধ করা সহজ হবে।’

মন্ত্রী আরও বলেন, ‘শিক্ষক জাতি গড়ার কারিগর। দেশের বিভিন্ন স্থানে শিক্ষকদের লাঞ্চনা, নির্যাতনসহ যেসব ঘটনার তথ্য পাওয়া যাচ্ছে সেটি খুবই দুঃখজনক। তাদের লাঞ্ছনা আমরা কোনোভাবেই মেনে নিতে পারি না। একটি গোষ্ঠী সরকারকে বেকায়দায় ফেলতে এমন হীন কাজের চেষ্টা করছে।’

এর আগে তিনি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এবং কারিগরি এবং মাদরাসা শিক্ষা বিভাগের আওতায় ২ হাজার ৭১৬টি শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করার ঘোষণা দেন।

এর মধ্যে নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ৬৬৬টি, মাধ্যমিক বিদ্যালয় ১ হাজার ১২২টি, উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ১৩৬টি, উচ্চ মাধ্যমিক কলেজ ১০৯টি, ডিগ্রি কলেজ ১৮টি।

একইভাবে কারিগরি এবং মাদরাসা শিক্ষা বিভাগের আওতাভুক্ত ৬৬৫টি শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করার ঘোষণা করা হয়। এর মধ্যে রয়েছে এসএসসি ভোকেশনাল অথবা দাখিল ভোকেশনাল ৯৭টি, এইচএসসি বিজনেস ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি ২০০টি, ডিপ্লোমা ইন এগ্রিকালচার দুটি, দাখিল মাদরাসা ২৬৪টি, আলিম মাদরাসা ৮৫টি, ফাজিল মাদরাসা ৬টি, কামিল মাদরাসা ১১টি এমপিওভুক্ত করা হয়।

ইয়ামিন/সনি

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়