ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

বরিশাল বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ১০০৬৮ শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক, বরিশাল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৩৭, ২৮ নভেম্বর ২০২২  
বরিশাল বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ১০০৬৮ শিক্ষার্থী

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এতে বরিশাল শিক্ষা বোর্ডে পাসের হার ৮৯ দশমিক ৬১ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ১০ হাজার ৬৮ জন শিক্ষার্থী। এই বোর্ডে জিপিএ-৫ পেয়েছেন ১০ হাজার ৬৮ জন শিক্ষার্থী।

সোমবার (২৮ নভেম্বর) দুপুর ১টায় এ ফল প্রকাশ করা হয়। বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অরুন কুমার গাইন বিষয়টি নিশ্চিত করেছেন।

অরুন কুমার গাইন জানান, এ বছর এসএসসি ও সমমান পরীক্ষায় বরিশাল বোর্ড থেকে অংশ নেয় ৯৪ হাজার ৮৭১ জন শিক্ষার্থী। এদের মধ্যে ছাত্র ৪৫ হাজার ৯৭১ জন এবং ছাত্রী ৪৮ হাজার ৯০০ জন। পাস করেছে ৮৫ হাজার ১৪ জন। যার মধ্যে ছাত্র ৪০ হাজার ৪৩৫ জন এবং ছাত্রী ৪৪ হাজার ৫৭৯ জন।

তিনি আরও জানান, এই শিক্ষা বোর্ডে পাসের হারে এগিয়ে রয়েছেন ভোলা জেলা। 

উল্লেখ্য, গত বছর বরিশাল বোর্ডে পাসের হার ছিল ৯০ দশমিক ১৯ শতাংশ। গত বছরের চেয়ে এবার পাশের হার কমেছে দশমিক ৫৮ শতাংশ। এছাড়া জিপিএ-৫ কমেছে ১৫১টি।

স্বপন/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়