ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

রুবিনা হত্যার বিচারসহ ১১ দাবিতে ঢাবিতে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২৬, ৪ ডিসেম্বর ২০২২  
রুবিনা হত্যার বিচারসহ ১১ দাবিতে ঢাবিতে বিক্ষোভ

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকায় যানবাহনের গতিসীমা নির্ধারণ, রুবিনা আক্তার হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করাসহ ১১ দাবিতে ঢাবির ভিসি চত্বর এলাকায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছেন শিক্ষার্থীরা।

রোববার (৪ ডিসেম্বর) রাজু ভাস্কর্যের পাদদেশে বিক্ষোভ কর্মসূচি শুরু হয়। এ সময় শিক্ষার্থীরা মুখ ও চোখ কালো কাপড়ে বেঁধে এক মিনিট নিরবতা পালন করে প্রশাসনের নিষ্ক্রিয়তার বিরুদ্ধে প্রতীকী প্রতিবাদ জানান। পরে ভিসি চত্বরে অবস্থান নেন তারা। অবস্থান কর্মসূচি শেষে মিছিল নিয়ে ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কার্জন হলের দিকে যান শিক্ষার্থীরা। এ সময় তারা ক্যাম্পাসের ভেতরে বিভিন্ন যানবাহন চলাচলে বাধা দেন।

বিশ্ববিদ্যালয়ের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বর্ষের শিক্ষার্থীরা এই আন্দোলনে আছেন। তারা বলছেন, ক্যাম্পাসে প্রতিনিয়ত ৩৭ হাজার নিয়মিত শিক্ষার্থী চলাফেরা করেন। গত শুক্রবার প্রাইভেটকারের চাকায় পিষ্ট হয়ে এক নারীর মৃত্যু প্রমাণ করে যে ক্যাম্পাসের অনিরাপদ।

শিক্ষার্থীরা উপাচার্যের কাছে ১১ দফা দাবিসম্বলিত স্মারকলিপি দেন। দাবিগুলো হলো—

১) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সব যানবাহনের গতিসীমা নির্ধারণ ও নিয়ন্ত্রণ এবং শব্দদূষণ প্রতিরোধে ব্যবস্থা ও শাস্তির বিধান নিশ্চিত করা।

২) রুবিনা আক্তার হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে প্রশাসনের সর্বোচ্চ সমর্থন ও সহযোগিতা আদায় করা।

৩) ক্যাম্পাসে যানচলাচল নিয়ন্ত্রণের লক্ষে প্রধান প্রবেশদ্বারগুলোতে দ্রুত চেকপোস্ট বসানো ও গতিবিধি নিয়ন্ত্রণ করা।

৪) বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে শুধু নিবন্ধিত রিকশা চলাচল এবং রিকশাচালকদের জন্য ইউনিফর্ম ও ভাড়ার চার্ট প্রস্তুত করা।

৫) ভ্রাম্যমাণ দোকানের জন্য নির্দিষ্ট স্থান নির্ধারণ ও প্রশাসনের যথাযথ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা।

৬) প্রথম বর্ষ থেকে সব শিক্ষার্থীর আইডি কার্ড দেওয়া এবং ক্যাম্পাসের কিছু স্থানে সংরক্ষিত প্রবেশাধিকার নিশ্চিত করা।

৭) মাদকাসক্ত ও ভবঘুরে ব্যক্তিদের ক্যাম্পাস থেকে স্থায়ীভাবে উচ্ছেদ করা।

৮) সম্পূর্ণ ক্যাম্পাসকে সিসিটিভির আওতায় আনা এবং ক্যাম্পাসে পর্যাপ্ত ল্যাম্পপোস্ট স্থাপন করা।

৯) প্রক্টর অফিসে জমে থাকা সকল অভিযোগ নিষ্পত্তি করা।

১০) নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত করার লক্ষ্যে প্রক্টরিয়াল অফিসের জবাবদিহিতা নিশ্চিত করা।

১১) নিরাপদ ক্যাম্পাসের দাবিগুলো বিজ্ঞপ্তির মাধ্যমে বাস্তবায়ন করা।

ইয়ামিন/রফিক

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়