RisingBD Online Bangla News Portal

ঢাকা     বৃহস্পতিবার   ২১ জানুয়ারি ২০২১ ||  মাঘ ৭ ১৪২৭ ||  ০৫ জমাদিউস সানি ১৪৪২

‘আয়নাবাজি’ দেখতে যাবেন তামিম ইকবাল

আমিনুল ই শান্ত || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:০৯, ২৬ অক্টোবর ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘আয়নাবাজি’ দেখতে যাবেন তামিম ইকবাল

বিনোদন ডেস্ক : অমিতাভ রেজা পরিচালিত আলোচিত চলচ্চিত্র ‘আয়নাবাজি’। আজ শুক্রবার সারাদেশে মুক্তি পেয়েছে সিনেমাটি।

সিনেমাটি প্রেক্ষাগৃহে দেখতে যাবেন বলে জানিয়েছেন ক্রিকেটার তামিম ইকবাল। গতকাল বৃহস্পতিবার তামিম ইকবাল এক ভিডিও বার্তায় এ তথ্য জানান।

‘আয়নাবাজি’র ফেসবুক পেজে প্রকাশিত ভিডিও বার্তায় তামিম ইকবাল বলেন, ‘আয়নাবাজির ট্রেইলার দেখেছি। সত্যি অনেক সুন্দর। আমি অবশ্যই সিনেমাটি দেখতে যাচ্ছি। আশা করি, আপনারা সবাই যাবেন।’

সিনেমাটির মুক্তির আগে নানাভাবে প্রচারণা চালিয়েছে এ সিনেমা সংশ্লিষ্টরা। আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে ম্যাচ চলাকালে মাঠে হাজির হয়েছিলেন আয়নাবাজি টিম।
 
একটি শহরের গল্প নিয়ে গড়ে উঠেছে এ সিনেমার কাহিনি। যে শহরে এখনো দুধওয়ালা আসে, ফেরিওয়ালা হাঁকডাক দেয়, বাচ্চারা দল বেঁধে নাটক শিখতে যায়। মহল্লার দোকানে চা খাওয়া, ঠাট্টা-মশকরা করে বখাটেরা। সিনেমাটির মূল কাহিনি ও ভাবনা গাউসুল আলম শাওনের। চিত্রনাট্য লিখেছেন অনম বিশ্বাস ও গাউসুল আলম শাওন।

‘আয়নাবাজি’ সিনেমায় আয়না চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী। এতে নানারূপে দেখা যাবে তাকে। সিনেমার প্রধান নারী চরিত্র রূপায়ন করেছেন অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা।

নাবিলা তার চরিত্র প্রসঙ্গে রাইজিংবিডিকে বলেন, ‘এ সিনেমায় আমার চরিত্রটি খুবই সাধারণ একটি মেয়ের। মেয়েটি শিক্ষিত। পুরান ঢাকায় থাকে। চরিত্রটি এতটাই সাধারণ যে কেউ এতে মিশে যেতে পারবে। যদিও আমি অভিনয়ের বেশিকিছু বুঝি না। তবুও কাজটি করে আমি আমার জায়গা থেকে পরিপূর্ণভাবেই তৃপ্ত। শুটিংয়ের দিনগুলো আমি খুব মিস করি। সব মিলিয়ে সিনেমাটি নিয়ে আমি ভীষণ আশাবাদী।’  

সিনেমার আরেক গুরুত্বপূর্ণ নারী চরিত্রে অভিনয় করেছেন ইফফাত তৃষা। এছাড়া আরো অভিনয় করেছেন পার্থ বড়ুয়া, গাউসুল আলম শাওন, এজাজ বারী, হীরা চৌধুরী, সোহেল প্রমুখ।

গত বছরের ৭ জুন পুরান ঢাকায় দৃশ্যধারণের মাধ্যমে শুরু হয় এ সিনেমার যাত্রা। এরপর টানা তিন মাস কাজ করে আগস্টের শেষে দৃশ্যধারণের কাজ শেষ করেন নির্মাতা অমিতাভ রেজা। পল্টন, কোক স্টুডিও, জজ কোর্টসহ ঢাকার বিভিন্ন স্থানে এর দৃশ্যধারণের কাজ সম্পন্ন হয়।
 


রাইজিংবিডি/ঢাকা/৩০ সেপ্টেম্বর ২০১৬/শান্ত/মারুফ

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়