ঢাকা     মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৩ ১৪৩১

পয়লা ফাল্গুনে ‘পড়শি’

রাহাত সাইফুল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:১৬, ১১ ফেব্রুয়ারি ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
পয়লা ফাল্গুনে ‘পড়শি’

বিনোদন প্রতিবেদক : প্রেম মনুষ্য জীবনের চিরন্তন একটি বিষয়। প্রকৃতির রঙের মতো প্রেম মানুষের জীবনও আনন্দমুখর করে তুলে। সবকিছু মিলিয়ে প্রতিটি মানুষের জীবনে প্রেম কবিতার মতোই বসবাস করে। প্রেমের নানারূপ মানুষকে আপ্লুত করে, নিয়ে যায় এক অদ্ভুত অনুভূতির নগরে। এমনই এক অনুভূতির গল্প ‘পড়শি’। এ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটির পরিচালক সুজিত সজীব এমনটাই জানালেন।

এর চিত্রনাট্য লিখেছেন শিশির চৌধুরী। এতে অভিনয় করেছেন বিবেক সুমন, সাগর সাহা ও নুৎফা নীরু। পরিচালক সুজিত সজীব বলেন, ‘বাংলা ভাষার সিনেমায় সাধারণত প্রেমকে অনেক পুরোনো কিছু ধারণার কাঠামোর মধ্যেই দেখানো হয়ে থাকে। আমরা চেষ্টা করেছি সেই প্রথা ভেঙ্গে একটি নতুন ভাবনা উপস্থাপন করতে। জাদু বাস্তবতা আর বাঙালির অতীত ও সমকালীন প্রেমের গদ্য এখানে মিলেমিশে একাকার হয়েছে। এমন কাজ আমাদের দেশের চলচ্চিত্রে প্রথম। আশা করছি, এটি দর্শকদের নতুন স্বাদ দিবে।’

সিনেমাটি প্রযোজনা করছ রঙ-চা প্রোডাকশন। আগামী পয়লা ফাল্গুন রঙ-চা প্রোডাকশনের অফিসিয়াল ওয়েবসাইটে মুক্তি পাবে চলচ্চিত্রটি।



রাইজিংবিডি/ঢাকা/১১ ফেব্রুয়ারি ২০১৯/রাহাত/শান্ত

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়