ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

পরিচালক ছাড়াই শুটিং: চলচ্চিত্র বোদ্ধাদের আপত্তি

রাহাত সাইফুল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:০২, ১৬ মে ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
পরিচালক ছাড়াই শুটিং: চলচ্চিত্র বোদ্ধাদের আপত্তি

বিনোদন প্রতিবেদক: দিনে দিনে সিনেমা শূন্য হয়ে যাচ্ছে দেশের প্রেক্ষাগৃহগুলো। চলচ্চিত্রের খরা হলেও অনিয়ম, রেষারেষি, অভিযোগ ও পালটা অভিযোগ দিনে দিনে বেড়েই চলেছে। ইদানীং পরিচালক ছাড়াই সিনেমার গানের শুটিং হচ্ছে। আবার কখনো শোনা যায়, পরিচালককে বাদ দিয়েই সিনেমার শুটিং হচ্ছে। এসব নিয়ে অভিযোগও ওঠেছে। আবার কখনো কখনো পরিচালকের সম্মতিতে এসব কাজ হয়ে থাকে। এই তালিকায় এবার যুক্ত হয়েছে নির্মাতা মালেক আফসারি পরিচালিত ‘পাসওয়ার্ড’ ও জাকির হোসেন পরিচালিত ‘মনের মত মানুষ পাইলাম না’ সিনেমাটি।

বর্তমানে তুরস্কে এ দুটি সিনেমার গানের দৃশ্যধারণ করা হচ্ছে। কিন্তু সে শুটিং ইউনিটে জায়গা হয়নি এই দুই নির্মাতার। নির্মাতা ছাড়াই শুটিং হচ্ছে সিনেমার গানের। এমন ঘটনায় রীতিমতো অবাক হচ্ছেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা। অন্যদিকে বিষয়টি নিয়ে খবর প্রকাশ হওয়ায় ক্ষিপ্ত হন পরিচালক মালেক আফসারি। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এর প্রতিবাদও করেছেন তিনি। তার ভাষায়— সিনেমার গানের শুটিংয়ে পরিচালকের বসে থাকা ছাড়া কোনো কাজ নেই।

তবে এ বিষয়ে ভিন্ন মত দিয়েছেন দেশের খ্যাতিমান চলচ্চিত্র পরিচালক ও নৃত্য পরিচালকরা। এ বিষয়ে গুণী চলচ্চিত্র নির্মাতা মতিন রহমান বলেন, ‘একজন পরিচালক তার নিজস্ব ভাবনা, পরিকল্পনাতেই চলচ্চিত্র নির্মাণ করেন। এখন যদি পরিচালক মনে করেন তার কাজ, ভাবনা অন্য কারো দ্বারা সমাধান হয়, তাহলে তাকে পরিচালক হিসেবে চিহ্নিত করার আগে দুবার ভাবতে হবে। কারণ প্রত্যেকটা ফ্রেম প্রত্যেকটা কম্পজিশন পরিচালক তার ভাবনায় রাখেন।’

তিনি আরো বলেন, ‘কিছু কিছু কারিগরি বিষয় যেমন: ফাইটের বিষয়। এখানে পরিচালক তার ভাবনার বিষয় বলতে পারেন। সেটা বাস্তবায়ন করবেন ফাইট ডিরেক্টর। তবে পরিচালকের সামনেই এসব বিষয় ঘটে। এ সময় পরিচালক বুঝে নেন শিল্পী তার গল্পের প্রয়োজনে কতটা ভাব প্রকাশ করছেন। বিষয়টি দূরে থেকে বুঝে নেয়াটা সম্ভব নয়। একজন শিল্পী যে মুদ্রাটা করে দেখাচ্ছেন সেটা সিনেমার জন্য কতটা জরুরি আর ব্যাকগ্রাউন্ড আমার সিনেমার সঙ্গে কতটা মিল রয়েছে— তা দূরে থেকে বোঝা যাবে না। আসলে বাংলাদেশের সংস্কৃতিতে আছে, পুরো সিনেমা নির্মাণ হওয়ার পর অন্যের নাম পরিচালক হিসেবে যাচ্ছে। এটা আমাদের সিনেমার জন্য অবশ্যই খারাপ দিক।’

দেশের স্বনামধন্য নৃত্য পরিচালক মাসুম বাবুল বলেন, ‘করন জোহর বা সঞ্জয় লীলা বানসালি কোনো দিন শুটিংয়ে অনুপস্থিত ছিলেন বলে আমি শুনিনি। বাংলাদেশের বদিউল আলম খোকনের সঙ্গে অনেক কাজ করেছি। কিন্তু তাকে ছাড়া তো কোনো গানের শুটিং আমরা করিনি। আরে নাচের শুটিং তো সিনেমার অংশ মাত্র। আমি যখন একটি সিনেমার গানের শুটিং করি, তখন নাচটা আমার মতো করে করি। ক্যামেরায় ধারণ করি আমার মতো করে। তবে সেটা পরিচালকের চাওয়া পূর্ণ করি মাত্র। যিনি গল্পের মধ্যে গানটি ব্যবহার করবেন, তিনিই বলতে পারবেন লোকেশন, গেটআপ-মেকআপ ঠিক আছে কি-না। যে কারণে সিনেমার গানের শুটিংয়ে অবশ্যই পরিচালককে থাকতে হবে।’

সিনেমা থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে গান— এমনটা দাবি করে মাসুম বাবুল বলেন, ‘হাফিজ উদ্দিন সাহেবের একটি সিনেমার গানের শুটিং করেছিলাম। এডিটিংয়ে গিয়ে মনে হলো— কী যেন ঠিক নেই। তারপর বুঝতে পারি, সিনেমার গল্পটা আমার মাথায় ছিল না। এরপর এমন ভুল আর কখনো হয়নি। সিনেমার গল্প, গানের আগে পরের সিক্যুয়েন্স শুনে-বুঝে, সেগুলো পরিচালকের সঙ্গে কথা বলে কাজগুলো করে থাকি। আর পরিচালক ছাড়া গানের শুটিং করলে তো মনে হবে সিনেমার মধ্যে একটা মিউজিক ভিডিও জুড়ে দেওয়া হয়েছে।’

জনপ্রিয় চলচ্চিত্র পরিচালক শাহীন সুমন বলেন, ‘একটি চলচ্চিত্রের শুরু থেকে সমাপ্ত লেখা পর্যন্ত পুরোটাই পরিচালকের দায়। ভালো হলে পরিচালকের, সেটা খারাপ হলেও পরিচালকের। পরিচালক ছাড়া একটি শটও নেওয়া যাবে না। হোক সেটা মারামারি বা নাচের শুটিং। এগুলো তো সিনেমারই অংশ।’

তিনি আরো বলেন, ‘সিনেমার গানের শুটিংয়ে পরিচালক থাকে না এটা আগে হতো না। গত বছর থেকে শুনছি, গানের শুটিংয়ে পরিচালক থাকছেন না।’

‘পাসওয়ার্ড’ সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন শবনম বুবলী। এছাড়াও অভিনয় করেছেন ইমন, মিশা সওদাগর, ডনসহ অনেকে। অন্যদিকে ‘মনের মত মানুষ পাইলাম না’ সিনেমায়ও দেখা যাবে এই জুটিকে। এই সিনেমার গানের কোরিওগ্রাফার কে থাকছেন তাও জানেন না পরিচালক। তবে কিছুদিন পর বলতে পারবেন বলে রাইজিংবিডিকে জানান এই নির্মাতা।

এর আগে পরিচালক ছাড়াই শাকিব খান-বুবলী জুটির ‘ক্যাপ্টেন খান’ সিনেমার গানের শুটিং থাইল্যান্ডে হয়েছে। কিন্তু পরিচালক ওয়াজেদ আলী সুমন বাংলাদেশে ছিলেন। যদিও এটি তার সম্মতিতে হয়েছে। তা ছাড়া একই পরিচালকের ‘রক্ত’ সিনেমার শুটিং কক্সবাজার হয়েছে কিন্তু তখন ঢাকায় ছিলেন তিনি। সর্বশেষ তার পরিচালিত ‘মনে রেখ’ সিনেমার শুটিং তাকে ছাড়াই নেপালে হয়েছে।



রাইজিংবিডি/ঢাকা/১৬ মে ২০১৯/রাহাত/শান্ত

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়