ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

‘কেজিএফ’ পরিচালকের সিনেমায় জুনিয়র এনটিআর?

আমিনুল ইসলাম শান্ত || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০২:১৩, ১৩ জুলাই ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘কেজিএফ’ পরিচালকের সিনেমায় জুনিয়র এনটিআর?

বিনোদন ডেস্ক: ভারতের দক্ষিণী সিনেমার সুপারস্টার জুনিয়র এনটিআর। বর্তমানে ‘বাহুবলি’ সিনেমাখ্যাত পরিচালক এস এস রাজামৌলির ‘ট্রিপল আর’ সিনেমার কাজ নিয়ে ব্যস্ত তিনি। গুঞ্জন উঠেছে, ‘কেজিএফ’ সিনেমাখ্যাত পরিচালক প্রশান্ত নীলের সিনেমায় অভিনয় করবেন এই অভিনেতা।

নাম ঠিক না হওয়া সিনেমাটি প্রযোজনা করবেন ‘মিথরি’ সিনেমাখ্যাত পরিচালক বি. এম. গিরিরাজ। এ প্রসঙ্গে একটি সূত্র ভারতীয় সংবাদমাধ্যমে বলেন, ‘বি. এম. গিরিরাজ সিনেমাটি প্রযোজনা করার বিষয়টি নিশ্চিত করেছেন। সিনেমাটিতে জুনিয়র এনটিআর কে নেওয়ার বিষয়ে পরামর্শ দিয়েছেন তিনি। এটি পরিচালনা করবেন প্রশান্ত নীল। জুনিয়র এনটিআর ও প্রশান্ত একসঙ্গে কাজ করবেন তা নিয়ে কোনো সংশয় নেই।’

সূত্রটি আরো জানান, ‘ট্রিপল আর’ সিনেমার কাজ নিয়ে ব্যস্ত জুনিয়র এনটিআর। অন্যদিকে প্রশান্ত নীল ‘কেজিএফ-টু’ সিনেমা নিয়ে ব্যস্ত রয়েছেন। এজন্য আগামী বছর সিনেমাটির শুটিং শুরু হবে।

‘ট্রিপল আর’ সিনেমার প্রেক্ষাপট ১৯২০ সাল। কমারাস ভীমা (জুনিয়র এনটিআর) ও আলুরি সীতারামা রাজু (রাম চরণ) নামের দুই বীর যোদ্ধাকে নিয়ে সিনেমার গল্প তৈরি। সিনেমাটির বাজেট ৩৫০-৪০০ কোটি রুপি। চারটি ভাষায় সিনেমাটির শুটিং চলছে। তবে দশটির বেশি ভাষায় এটি মুক্তির পরিকল্পনা করছেন নির্মাতারা। ২০২০ সালের ৩০ জুলাই সিনেমাটির মুক্তির তারিখ নির্ধারণ করা হয়েছে।

 

রাইজিংবিডি/ঢাকা/১৩ জুলাই ২০১৯/শান্ত/মারুফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়