RisingBD Online Bangla News Portal

ঢাকা     শনিবার   ২৮ নভেম্বর ২০২০ ||  অগ্রাহায়ণ ১৪ ১৪২৭ ||  ১১ রবিউস সানি ১৪৪২

ঈদের তৃতীয় দিন ছোট পর্দার নাটক-টেলিফিল্ম

আমিনুল ইসলাম শান্ত || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০২:২৩, ১৪ আগস্ট ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ঈদের তৃতীয় দিন ছোট পর্দার নাটক-টেলিফিল্ম

‘রুস্তম কুস্তিগীর’ নাটকের দৃশ্য

বিনোদন ডেস্ক: বরাবরের মতো এবারো টেলিভিশন চ্যানেলগুলো নানা আয়োজনে সাজিয়েছে তাদের অনুষ্ঠানমালা। ঈদুল আজহা উপলক্ষে টেলিভিশন চ্যানেলগুলোর অন্যতম আকর্ষণ থাকে নাটক-টেলিফিল্ম। এবারো তার ব্যতিক্রম হয়নি। বিভিন্ন টেলিভিশন চ্যানেলে ঈদের তৃতীয় দিন যেসব নাটক-টেলিফিল্ম প্রচারিত হবে তা নিয়ে সাজানো হয়েছে এই প্রতিবেদন।

এনটিভি

সকাল ৯টায় প্রচার হবে একক নাটক: ভাই পারলে মাফ করবেন। রচনা: আমিনুল ইসলাম অনীক। পরিচালনা: মাবরুর রশীদ বান্নাহ্। অভিনয়ে: ইরফান সাজ্জাদ, সাবিলা নূর, সাইদ জামান শাওন প্রমুখ।  বেলা আড়াইটায় প্রচার হবে টেলিফিল্ম: ডুডল অব লাভ। গল্প: মুশফিকুর রহমান। চিত্রনাট্য: আব্দুল্লাহ জহির বাবু। পরিচালনা: মাহমুদুর রহমান হিমি। অভিনয়ে: ইরফান সাজ্জাদ, তানজিন তিশা, মাজনুন মিজান, কাজী উজ্জ্বল, সুষমা সরকার, আব্দুল্লাহ রানা, সৌভিক, জ্যাকি প্রমুখ। সন্ধ্যা ৬টা ১০ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক: বিহাইন্ড দ্য পাপ্পি। চিত্রনাট্য: তাসনীমূল তাজ, আল আমীন হাসান ও রেদওয়ান রনি। পরিচালনা: রেদওয়ান রনি। অভিনয়ে: মোশাররফ করিম, ফারুক আহমেদ, অপর্ণা ঘোষ, মৌসুমী হামিদ, মুকিত জাকারিয়া, জুঁই করিম, সুমন পাটোয়ারী প্রমুখ। সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক: কুহক। রচনা: মেজবাহ উদ্দীন সুমন ও শিহাব শাহীন। পরিচালনা: শিহাব শাহীন। অভিনয়ে: জিয়াউল ফারুক অপূর্ব, তানজিন তিশা, পলাশ, মিলি বাশার, আমিনুর রহমান বাচ্চু, সাবিহা জামান, জাহিদ প্রমুখ। রাত ৮টায় প্রচার হবে একক নাটক: রঞ্জনা আমি আবার আসবো। রচনা: অপূর্ণ রুবেল। পরিচালনা: মিজানুর রহমান আরিয়ান। অভিনয়ে: আফরান নিশো, মেহজাবিন, বরদা মিঠু, এস এম মহসিন, সাদিয়া জামান, মম আলী প্রমুখ। রাত ৯টা ২৫ মিনিটে প্রচার হবে একক নাটক: একটু পর রোদ উঠবে। রচনা: ফাহাদ আল মুক্তাদির। পরিচালনা: মাবরুর  রশীদ বান্নাহ্। অভিনয়ে: তিশা, মুশফিক আর ফারহান প্রমুখ। রাত ১১টা ১০ মিনিটে প্রচার হবে একক নাটক: পতঙ্গ। রচনা: অর্ক মোস্তফা। পরিচালনা: রাফাত মজুমদার রিংকু।  অভিনয়ে: আফরান নিশো, মেহজাবিন চৌধুরী, টুনটুনি, নিকুল কুমার মন্ডল, সোনিয়া নাসরিন প্রমুখ।

মাছরাঙা

সন্ধ্যা সাড়ে ৭টায় প্রচার হবে ধারাবাহিক নাটক: ২৫/২ কাঠমন্ডু ভ্যালি। রচনা: বৃন্দাবন দাস। পরিচালনা: সকাল আহমেদ। অভিনয়ে: চঞ্চল চৌধুরী, শাহনাজ খুশি, প্রাণ রায়, নাবিলা ইসলাম, কল্যাণ কোরাইয়া প্রমুখ। রাত ৯টায় প্রচার হবে একক নাটক: রুস্তম কুস্তিগীর। রচনা: পান্থ শাহরিয়ার। পরিচালনা: নিয়াজ মাহবুব। অভিনয়ে: শতাব্দী ওয়াদুদ, শশী প্রমুখ। রাত সাড়ে ১১টায় প্রচার হবে টেলিফিল্ম: মনের গহীন করিডোরে। রচনা: আসাদুজ্জামান সোহাগ। পরিচালনা: সাখাওয়াত শিবলী। অভিনয়ে: সজল, অপর্ণা, ইরফান সাজ্জাদ প্রমুখ।

এটিএন বাংলা

সন্ধ্যা ৬টায় প্রচার হবে বিশেষ নাটক: হার্টবিট। পরিচালনা: কাজল আরেফিন অমি। অভিনয়ে: অপূর্ব, তানজিন তিশা। রাত সাড়ে ৭টায় প্রচার হবে ৯ পর্বের ধারাবাহিক নাটক: একটি ডিভোর্সের জন্য। পরিচালনা: মোহন খান। অভিনয়ে: মম, সজল, ভাবনা, প্রাণ রায়, নাজিরা মৌ, সাবেরী আলম প্রমুখ। রাত ৮টায় প্রচার হবে খণ্ড নাটক: চুটকি ভান্ডার-৮। পরিচালনা: শামীম জামান। অভিনয়ে: আখম হাসান, এ্যানি খান, শামীম জামান, সাজু খাদেম, ফারজানা রিক্তা, তারিক স্বপন, অহনা, জামিল, জয়রাজ প্রমুখ। রাত সাড়ে ৮টায় প্রচার হবে বিশেষ নাটক: ফিরে আসি বারবার। পরিচালনা: মাবরুর রশীদ বান্নাহ। অভিনয়ে: আফরান নিশো, তানজিন তিশা প্রমুখ।। রাত সাড়ে ৯টায় প্রচার হবে ৯ পর্বের ধারাবাহিক নাটক: লেকুর এভারেস্ট জয়। পরিচালনা: সকাল আহমেদ। অভিনয়ে: চঞ্চল চৌধুরী, শাহনাজ খুশি, রাইসুল ইসলাম আসাদ, নাবিলা, কল্যাণ, প্রাণ রায়, আজমেরী আশা প্রমুখ। রাত সাড়ে ১১টায় প্রচার হবে বিশেষ টেলিফিল্ম: আড়াল। রচনা: ইউসুফ আলী খোকন, পরিচালনা: সাখাওয়াত মানিক। অভিনয়ে: শহীদুজ্জামান সেলিম, মনিরা ইউসুফ মেমী, নাদিয়া মীম, তানভির প্রমুখ।

দীপ্ত টিভি

বিকাল ৫টায় প্রচার হবে একক নাটক: বেঙ্গল-দ্য সেলফি হিরো। রচনা: মারুফ রেহমান। পরিচালনা: মিলন ভট্টাচার্য্য। অভিনয়ে: জাহিদ হাসান, মুমতাহিনা চৌধুরী টয়া, ড. ইনামুল হক, প্রাণ রায়।  সন্ধ্যা ৬টায় প্রচার হবে একক নাটক: জোয়ার। রচনা ও পরিচালনা: পারভেজ আমিন। অভিনয়ে: আশীষ খন্দকার, মনোজ, নাদিয়া মিম। সন্ধ্যা ৭টায় প্রচার হবে ধারাবাহিক নাটক: ভাইজান। রচনা মমিনুল ইসলাম। পরিচালনা: জাহিদ হাসান। অভিনয়ে: জাহিদ হাসান, নাবিলা ইসলাম, আলীরাজ, সুমনা সুমা, তোফা হাসান, জামিল অনেকে। সন্ধ্যা সাড়ে ৭টায় প্রচার হবে বিদেশি ধারাবাহিক: সুলতান সুলেমান। রাত সাড়ে ৮টায় প্রচার হবে একক নাটক: তৃতীয় বিবাহ বার্ষিকী। রচনা: শফিকুর রহমান শান্তনু। পরিচালনা: সৈয়দ শাকিল। অভিনয়ে: অপূর্ব, সারিকা। রাত সাড়ে ৯টায় প্রচার হবে বিদেশি ধারাবাহিক: ফাতমাগুল। রাত ১১টায় প্রচার হবে একক নাটক: বিয়ে করা বারণ। রচনা: হাসিব হাসান চৌধুরী। পরিচালনা: তপু খান। অভিনয়: তৌসিফ, সাফা কবির।

বৈশাখী টিভি

দুপুর ২টা ২০ মিনিটে প্রচার হবে টেলিফিল্ম: ঈদ বোনাস। অভিনয়ে: জাকিয়া বারী মম, আনিসুর রহমান মিলন, স্বাগতা, নাসিম, মুনিয়া, তানভীর প্রমুখ। গল্প: টিপু আলম মিলন। রচনা: মীর্জা রাকিব। পরিচালনা: সাকাল আহমেদ। সন্ধ্যা ৬টা ২০ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক: হিসাবের পাগল। রচনা ও পরিচালনা: শাহরিয়ার সুমন। অভিনয়ে: জাহিদ হাসান, ছন্দা, ঊর্মিলা শ্রাবন্তী কর, জামিল হোসেন, মামীম হাসান, হিমে হাফিজ, তারিক স্বপন, কাজল সুবর্ণ, প্রিমা প্রমুখ। রাত সাড়ে ৭টায় প্রচার হবে ধারাবাহিক নাটক: মফিজের লাইফস্টাইল। রচনা: জাকির হোসেন উজ্জ্বল। পরিচালনা: এস এম শাহীন। অভিনয়ে: ফজলুর রহমান বাবু, নাদিয়া আহমেদ, ফারজানা ছবি, সানজিদা তন্ময়, বৃষ্টি ইসলাম, তাসনোভা তিশা, তানভীর মাসুদ, মিলন ভট্ট প্রমুখ। রাত ৮টা ১০ মিনিটে প্রচার হবে একক নাটক: মধ্যরাতের সেবা। অভিনয়ে: রাশেদ সীমান্ত, অর্ষা, মাজনুন মিজান, ইকবাল, আনোয়ার হোসেন আনু, রন্টু, কালেখাঁ প্রমুখ। রচনা ও পরিচালনা: জিয়াউর রহমান জিয়া। রাত ৯টা ১৫ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক: জামাই বাজার। রচনা: টিপু আলম মিলন। পরিচালনা: আল হাজেন। অভিনয়ে: অহনা, রাশেদ সীমান্ত, তানিয়া বৃষ্টি, শেলী আহসান, শফিক খান দিলু প্রমুখ। রাত সাড়ে ১০টায় প্রচার হবে ধারাবাহিক নাটক: লো প্রেসার। গল্প: টিপু আলম মিলন। পরিচালনা: আদিবাসী মিজান। অভিনয়ে: জাহিদ হাসান, ফারুক আহমেদ, নাবিলা ইসলাম, পাভেল, বাবর প্রমুখ। রাত ১১টা ১০ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক: ভানুমতি ডটকম। রচনা ও পরিচালনা: জিয়াউর রহমান জিয়া। অভিনয়ে: অপর্ণা ঘোষ, সাজু খাদেম, এ্যানি খান, আরফান, আমিরুল হক চৌধুরী, তারিক স্বপন, শফিক খান দিলু, নিমা রহমান প্রমুখ। রাত ১১টা ৪৫ মিনিটে প্রচার হবে টেলিফিল্ম: ঘর জামাই। অভিনয়ে: অহনা, রাশেদ সীমান্ত, তানিয়া বৃষ্টি, শেলী আহসান, শফিক খান দিলু প্রমুখ। রচনা: টিপু আলম মিলন। পরিচালনা: আল হাজেন।

নাগরিক টিভি

সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক: বাকীর নাম ফাঁকি। রচনা ও পরিচালনা: সোহাগ কাজী। অভিনয়ে: মীর সাব্বির, অহনা, অলিউল হক রুমি, হায়দার আলী প্রমুখ। রাত ৭টা ২০ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক: এক্সফেল ফয়েজ। রচনা ও পরিচালনা: শামীম জামান। অভিনয়ে: আ খ ম হাসান, শামীম জামান, সাজু খাদেম, জামিল, অহনা, জয়রাজ, অরিন, মাহা, আল মুনসুরসহ অনেকে। রাত ৮টায় প্রচার হবে একক নাটক: মৌনব্রত। রচনা ও পরিচালনা: মাতিয়া বানু শুকু। অভিনয়ে: আফরান নিশো, স্বাগতা প্রমুখ। রাত ৯টায় প্রচার হবে ধারাবাহিক নাটক: মিস্টার হেলানম্যান। রচনা ও পরিচালনা: আদিবাসী মিজান। অভিনয়ে: জাহিদ হাসান, আনিকা কবির শখ প্রমুখ। রাত ৯টা ৪০ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক: তিন রাস্তার ভূত। চিত্রনাট্য ও পরিচালনা: তারিক মুহাম্মদ হাসান। অভিনয়ে: রিয়াজ, সারিকা, চম্পা, ডা. এজাজ, দিলু, কান, তারেক স্বপন প্রমুখ।

 

রাইজিংবিডি/ঢাকা/১৪ আগস্ট ২০১৯/শান্ত

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়