RisingBD Online Bangla News Portal

ঢাকা     শুক্রবার   ২৬ ফেব্রুয়ারি ২০২১ ||  ফাল্গুন ১৩ ১৪২৭ ||  ১৩ রজব ১৪৪২

বরুণ-সারার সিনেমার সেটে আগুন

মারুফ খান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:৫৫, ১১ সেপ্টেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বরুণ-সারার সিনেমার সেটে আগুন

বিনোদন ডেস্ক: গোবিন্দ ও কারিশমা কাপুর অভিনীত জনপ্রিয় সিনেমা কুলি নম্বর ওয়ান। একই নামে তৈরি হচ্ছে এটির রিমেক। এতে অভিনয় করছেন বরুণ ধাওয়ান ও সারা আলী খান।

এদিকে মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে গুরগাঁওয়ে অবস্থিত ফিল্মস্তান স্টুডিওতে সিনেমাটির শুটিং সেটে আগুন লাগে। সে সময় ২৫ জন শ্রমিক কাজ করছিলেন। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। শ্রমিকরা ফায়ার ব্রিগেড খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। আগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে জানা যায়নি।

গোবিন্দ ও কারিশমা কাপুর অভিনীত কুলি নম্বর ওয়ান সিনেমাটি ১৯৯৫ সালে মুক্তি পায়। কমেডি ঘরানার সিনেমাটিতে কারিশমার বাবার চরিত্রে অভিনয় করেন কাদের খান। গত ৩১ ডিসেম্বর প্রয়াত হয়েছেন এ অভিনেতা। কারিশমা অভিনীত অন্যতম ব্যবসাসফল সিনেমা এটি। এতে অভিনয়ের জন্য স্টার স্ক্রিন অ্যাওয়ার্ডে বিশেষ জুড়ি পুরস্কার পান গোবিন্দ।

রিমেকে সিনেমাটিতে গোবিন্দর চরিত্রটি রূপায়ন করছেন বরুণ। কারিশমার চরিত্রটিতে দেখা যাবে সারাকে। অন্যদিকে কাদের খানের চরিত্রটিতে পরেশ রাওয়াল অভিনয় করবেন বলে শোনা যাচ্ছে। প্রথম সিনেমার পর রিমেকটিও পরিচালনা করছেন বরুণের বাবা ডেভিড ধাওয়ান।

২০২০ সালে ১ মে সিনেমাটি মুক্তির কথা রয়েছে।

 

রাইজিংবিডি/ঢাকা/১১ সেপ্টেম্বর ২০১৯/মারুফ

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়