ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

আবরার হত্যার বিচার দাবি প্রযোজক সমিতির

প্রকাশিত: ১১:১৬, ১০ অক্টোবর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
আবরার হত্যার বিচার দাবি প্রযোজক সমিতির

বুয়েট শিক্ষার্থী আবরার হত্যাকাণ্ডের বিচারের দাবি জানিয়েছে বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক সমিতি।

আজ বৃহস্পতিবার বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক ও পরিবেশক সমিতির সাধারণ সম্পাদক সামসুল আলম স্বাক্ষরিত এক প্রতিবাদলিপিতে এ দাবি জানানো হয়। এতে আবরার ফাহাদের হত্যার সুষ্ঠ বিচার ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে।

গত রোববার রাতে বুয়েটের শেরে বাংলা হলের দ্বিতীয় তলার সিঁড়ি থেকে অচেতন অবস্থায় ফাহাদকে উদ্ধার করা হয়। পরে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ফাহাদ হত্যার ঘটনায় বাবা বরকতুল্লাহ বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলায় বুয়েট শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদকসহ ১৯ জনকে আসামি করা হয়েছে।

আবরার বুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি শেরে বাংলা হলের ১০১১ নম্বর কক্ষে থাকতেন। নির্মম এই হত্যার প্রতিবাদে শিক্ষার্থী, সাধারণ মানুষ, বিভিন্ন সংগঠনের কর্মীরা মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশ করছেন। সোশ্যাল মিডিয়াতেও বইছে প্রতিবাদের ঝড়।


ঢাকা/রাহাত সাইফুল/শান্ত

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়