Risingbd Online Bangla News Portal

ঢাকা     বৃহস্পতিবার   ২৯ জুলাই ২০২১ ||  শ্রাবণ ১৪ ১৪২৮ ||  ১৬ জিলহজ ১৪৪২

দীপিকার পরিবর্তে আনুশকা?

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:২৩, ১৪ অক্টোবর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
দীপিকার পরিবর্তে আনুশকা?

অমিতাভ বচ্চন ও হেমা মালিনী অভিনীত ‘সাত্তে পে সাত্তা’ সিনেমা ১৯৮২ সালে মুক্তি পায়। এবার ফারাহ খান এ সিনেমার রিমেক করছেন। গুঞ্জন শোনা যায়, এতে অমিতাভ বচ্চন ও হেমা মালিনী অভিনীত চরিত্রে অভিনয় করবেন হৃতিক রোশান ও দীপিকা পাড়ুকোন।

এদিকে ডেকান ক্রনিকালে প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়েছে, ‘জিরো’ সিনেমার পর নতুন কোনো সিনেমায় চুক্তিবদ্ধ হননি আনুশকা শর্মা। খুব শিগগির আনুষ্ঠানিকভাবে এতে চুক্তিবদ্ধ হবেন তিনি। প্রথমে ‘সাত্তে পে সাত্তা’ সিনেমার জন্য দীপিকার কথা ভেবেছিলেন ফারাহ। কিন্তু এখন চরিত্রগুলো নিয়ে নতুন করে ভাবছেন এই পরিচালক।

অন্যদিকে হৃতিক রোশানের অভিনয়ের বিষয়ে একটি সূত্র বলেন, ‘এখনো সিনেমাটিতে আনুষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধ হননি হৃতিক। আশা করছি, খুব শিগগির এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দিবেন তিনি।’

এটি প্রযোজনা করবেন রোহিত শেঠি ও রেলিয়েন্স এন্টারটেইনমেন্ট।

 

ঢাকা/শান্ত

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়