ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

‘খুব কি তাড়া ছিল ওর?’

প্রকাশিত: ০২:১৩, ১৮ অক্টোবর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘খুব কি তাড়া ছিল ওর?’

ব্যান্ড সংগীতের কিংবদন্তি আইয়ুব বাচ্চু। গত বছরের ১৮ অক্টোবর হৃদরোগে আক্রান্ত হয়ে নগরীর স্কয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। আইয়ুব বাচ্চুর মৃত্যুর খবরে দেশের সাংস্কৃতিক অঙ্গনে মুহূর্তেই শোকের ছায়া নেমে এসেছিল। আজ তার প্রথম মৃত্যুবার্ষিকী।

কিংবদন্তি এই শিল্পীকে স্মরণ করে সংগীতশিল্পী ফকির আলমগীর বলেন, ‘সবাইকে কাঁদিয়ে আইয়ুব বাচ্চু উড়াল দিয়েছেন। পদ্মা, মেঘনা, যমুনার কূলে কূলে মানুষ কাঁদছে। তাকে স্মরণ করে কাঁদছে ব্যান্ড সংগীতাঙ্গনসহ সমগ্র বাংলাদেশ। চ্যানেল আইয়ে তরুণদের নিয়ে আইয়ুব বাচ্চু ব্যান্ড ফেস্টের আয়োজন করেছিল। আজ বাচ্চু নেই কিন্তু সেই উৎসব আসবে, গিটার বাজবে কিন্তু আইয়ুব বাচ্চু আসবে না, সেটা কি ভাবা যায়!’

তিনি আরো বলেন, ‘তরুণরা যখন তার কাছ থেকে দু’হাত ভরে নেবে তখনই বেদনার সাগরে ভাসিয়ে চলে গেল। সংগীত নিয়ে যারা গবেষণা করবেন তারা আইয়ুব বাচ্চুকে এড়িয়ে যেতে পারবেন না। নব্বইয়ের দশকে যখন হিন্দি গান বাংলা গানের উপর আধিপত্য বিস্তার শুরু করে তখন আইয়ুব বাচ্চুই সাধারণকে বাংলা গানে ফেরান। অনেকে তাকে আইকন মনে করতেন। বাচ্চু আমার চেয়েও দশ বছরের ছোট, খুবই তাড়া ছিল ওর?’ ওর জন্য দোয়া, ওপারে ভালো থাকুক।’

১৯৬২ সালের ১৬ আগস্ট চট্টগ্রামে জন্মগ্রহণ করেন আইয়ুব বাচ্চু। ‘চলো বদলে যাই’, ‘ফেরারি মন’, ‘এখন অনেক রাত’, ‘আমি বারো মাস তোমায় ভালোবাসি’, ‘বাংলাদেশ’সহ অসংখ্য জনপ্রিয় গানের স্রষ্টা তিনি। সংগীত ক্যারিয়ারে অসংখ্য চলচ্চিত্রের গানেও প্লেব্যাক করেছেন আইয়ুব বাচ্চু। চলচ্চিত্রে তার গাওয়া গানগুলো পেয়েছে আকাশচুম্বী জনপ্রিয়তা।


ঢাকা/রাহাত সাইফুল/শান্ত

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়