ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

আইয়ুব বাচ্চুকে নিয়ে হাসানের আফসোস

প্রকাশিত: ১১:০৭, ১৮ অক্টোবর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
আইয়ুব বাচ্চুকে নিয়ে হাসানের আফসোস

ব্যান্ড সংগীতের কিংবদন্তি আইয়ুব বাচ্চু। গত বছরের ১৮ অক্টোবর হৃদরোগে আক্রান্ত হয়ে নগরীর স্কয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। আজ তার প্রথম মৃত্যুবার্ষিকী। কিংবদন্তি এই শিল্পীর সঙ্গে বিভিন্ন সময় কনসার্ট করেছেন আরেক জনপ্রিয় ব্যান্ড তারকা হাসান। তার সঙ্গে নানা স্মৃতি রয়েছে আর্কের এই ভোকালিস্টের। রয়েছে আফসোসও।

হাসান বলেন, ‘আমার কাছে এখনো মনে হয় বাচ্চু ভাই আমাদের মাঝে আছেন। তিনি ছিলেন আমার একজন প্রকৃত অভিভাবক। বাচ্চু ভাই সব সময় আমাকে গান করতে উৎসাহ দিতেন। তিনি ছিলেন বিনয়ী ও মিষ্টিভাষী। বাচ্চু ভাইয়ের সঙ্গে দেশে-বিদেশে অনেক কনসার্ট করেছি। অনেক স্মৃতি রয়েছে তার সঙ্গে। বিভিন্ন সময় এসব স্মৃতি চোখের পর্দায় ভেসে ওঠে। ইতিহাসের একটা অধ্যায় হয়ে আছেন আইয়ুব বাচ্চু। সেই ইতিহাসের একটা অংশ হতে পেরে আমি গর্বিত ও আনন্দিত। তবে কষ্টও আছে, কারণ বাচ্চু ভাই আর নেই।’

আফসোস করে হাসান বলেন, ‘আমরা যখন বিভিন্ন অনুষ্ঠানে যেতাম, তখন অন্যরা আমাদের ছবি তুলতেন। কিন্তু আমরা কখনো নিজেদের ছবি তুলিনি। আসলে তখন ছবির গুরুত্ব বুঝতে পারিনি। আমার কাছে বাচ্চু ভাইয়ের সঙ্গে তোলা কোনো ছবি নেই। এখন ভাবি, ছবি না তুলে কী ভুলই না করেছি।’

১৯৬২ সালের ১৬ আগস্ট চট্টগ্রামে জন্মগ্রহণ করেন আইয়ুব বাচ্চু। ‘চলো বদলে যাই’, ‘ফেরারি মন’, ‘এখন অনেক রাত’, ‘আমি বারো মাস তোমায় ভালোবাসি’, ‘বাংলাদেশ’সহ অসংখ্য জনপ্রিয় গানের স্রষ্টা তিনি। সংগীত ক্যারিয়ারে অসংখ্য চলচ্চিত্রের গানেও প্লেব্যাক করেছেন আইয়ুব বাচ্চু। চলচ্চিত্রে তার গাওয়া গানগুলো পেয়েছে আকাশচুম্বী জনপ্রিয়তা।


ঢাকা/রাহাত সাইফুল/শান্ত

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়