ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

তাপসীর আহ্বান

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:২৯, ১৮ অক্টোবর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
তাপসীর আহ্বান

ভারতের দক্ষিণী সিনেমায় অভিনয় করে পরিচিতি পেয়েছেন। তবে বলিউডেও এখন নিয়মিত অভিনয় করছেন অভিনেত্রী তাপসী পান্নু।

কয়েকদিন পরই মুক্তি পাবে তার সিনেমা ষান্ড কি আখ। এর প্রচারে একটি অনুষ্ঠানে হাজির হয়েছিলেন তিনি। অনুষ্ঠানে ইন্ডাস্ট্রিতে নারী-পুরুষ সমতা তৈরি করতে সকলের প্রতি আহ্বান জানিয়েছেন এই অভিনেত্রী।

তাপসী বলেন, নারীকেন্দ্রীক সিনেমাগুলোর জন্য সমান সুযোগ দিতে দর্শকের কাছে অনুরোধ করছি। তাহলেই পরিবর্তন আসবে। নায়কদের তুলনায় নায়িকারা ৫-৬ শতাংশ পারিশ্রমিক কম পায় কারণ আপনারা পুরুষকেন্দ্রীক সিনেমা বেশি দেখেন। নারীকেন্দ্রীক সিনেমার ক্ষেত্রে এমনটা হলে ইন্ডাস্ট্রিকে সমতা আনতে পারব। এই লক্ষ্য অর্জনে আমাদের সাহায্য করুন।

এই অভিনেত্রী আরো বলেন, আমি মনে করি স্বপ্নপূরণের জন্য নারীদের পরস্পরকে সাহায্য করা প্রয়োজন। হাতে হাত মিলিয়ে আমরা পরিবর্তন ঘটাতে পারব। সংঘবদ্ধ নারীদের চেয়ে বড় শক্তি আর নেই। শুধু বাড়িতে নয় শিক্ষা, কর্মক্ষেত্র ও পারিশ্রমিক, সব ক্ষেত্রেই সমতা প্রয়োজন।

ষান্ড কি আখ সিনেমায় ভূমি পেডনেকারও রয়েছেন। এই সিনেমা পরিচালনা করেছেন তুষার হিরানন্দনি। এটি আগামী ২৫ অক্টোবর মুক্তি পাবে।

 

ঢাকা/মারুফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়