ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

না ফেরার দেশে চলচ্চিত্র নির্মাতা মোহাম্মদ জাকির খাঁন

প্রকাশিত: ০৮:৫২, ১৯ অক্টোবর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
না ফেরার দেশে চলচ্চিত্র নির্মাতা মোহাম্মদ জাকির খাঁন

চলে গেলেন চলচ্চিত্র নির্মাতা মোহাম্মদ জাকির খাঁন। রাজধানীর উত্তরায় আহসানিয়া মিশন ক্যানসার হাসপাতালে গতকাল রাত আড়াইটায় চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্না লিল্লাহি...রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৬ বছর। তিনি স্ত্রী, চার মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতিসহ চলচ্চিত্রসংশ্লিষ্ট সংগঠনগুলো গভীর শোক জানিয়েছে। সেই সঙ্গে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেছে।

দীর্ঘদিন ধরে টিস্যু ক্যানসারে ভুগছিলেন জাকির খাঁন। ব্যয়বহুল এ চিকিৎসার জন্য কর্মজীবনে অর্জিত সঞ্চয়, ভিটেমাটি বিক্রি করেও চিকিৎসার ব্যয়ভার বহন করা তার জন্য কষ্টের ছিল। বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি থেকে কিছু অর্থ সহায়তা পেয়েছিলেন তিনি।

চলচ্চিত্র নির্মাণে জীবনের অধিকাংশ সময় ব্যয় করেছেন এই পরিচালক। দীর্ঘ ৩৪ বছর ধরে চলচ্চিত্রের সঙ্গে জড়িত ছিলেন। ‘মনের অজান্তে’, ‘মন চুরি’, ‘রাঙামন’, ‘চার অক্ষরের ভালবাসা’সহ ১১টি চলচ্চিত্র পরিচালনা করেছেন। তার ‘অন্যায়ের প্রতিবাদ’, ‘স্বপ্নের মধ্যে তুমি’ সিনেমা নির্মাণাধীন রয়েছে।

 

ঢাকা/রাহাত সাইফুল/তারা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়