ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

জেনেলিয়ার চোখে সেরা ভিলেন রিতেশ!

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:২২, ২২ অক্টোবর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
জেনেলিয়ার চোখে সেরা ভিলেন রিতেশ!

অভিনেতা রিতেশ দেশমুখ। মাস্তি, হাউসফুল, কেয়া কুল হ্যায় হাম, ধামালসহ অসংখ্য সিনেমায় কমেডি চরিত্রে অভিনয় করেছেন। তবে এক ভিলেন সিনেমায় খল চরিত্রে অভিনয় করেও দর্শকের নজর কেড়েছেন।

মারজাওয়া সিনেমায় আবারো খল চরিত্রে দেখা যাবে তাকে। এই সিনেমায় তার চরিত্র নিয়ে এক সাক্ষাৎকারে কথা বলেছেন রিতেশ। এ অভিনেতা জানান, তার স্ত্রী জেনেলিয়া ডিসুজার চোখে সেরা ভিলেন তিনি।

রিতেশ দেশমুখ বলেন, একদিন মিলাপ জাভেরি (পরিচালক) মারজাওয়া সিনেমা নির্মাণ করবেন বলে জানায়। অন্য একটি সিনেমার জন্য আমি চুল, দাড়ি বড় করেছিলাম। আমরা টিকা লাগিয়ে, সোনার ঘড়ি, ঢিলে ঢালা পোশাক পরে বিভিন্নভাবে লুক টেস্ট করি। আপনি যদি জেনেলিয়াকে জিজ্ঞেস করেন, তাহলে সে বলবে, আমার চেয়ে ভিলেন চরিত্রে কেউ ভালো অভিনয় করতে পারবে না। যদিও এর পিছনে অন্য কারণ রয়েছে।

আগামী ২৫ অক্টোবর মুক্তি পাচ্ছে এ অভিনেতার হাউসফুল ফোর। এই সিনেমায় আরো অভিনয় করছেন অক্ষয় কুমার, ববি দেওল, কৃতি স্যানন, কৃতি খারবান্দা, পূজা হেগড়ে প্রমুখ।

অক্ষয় কুমারের সঙ্গে বন্ধুত্ব নিয়ে রিতেশ বলেন, আমরা একত্রিত হলেই বুঝতে পারি নিজেদের মধ্যে সম্পর্ক কেমন। কিছু সময় হয়তো আমাদের চারপাশে অনেকে থাকে কিন্তু এমন কথা বলা প্রয়োজন যা শুধু আমাদের মধ্যে রাখতে হবে, তখন চোখের ইশারাতেই বুঝে ফেলি। অক্ষয় সকল প্রয়োজনে আমার পাশে থাকে। তার ক্ষেত্রে আমিও তাই।


ঢাকা/মারুফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়