ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

‘ফল চাইবেন অথচ গাছের সঠিক পরিচর্যা করবেন না’

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:৪৮, ২২ অক্টোবর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘ফল চাইবেন অথচ গাছের সঠিক পরিচর্যা করবেন না’

আসিফ আকবর

গতকাল সোমবার নগরীর মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সংবাদ সম্মেলন করে ১১ দফা দাবি তুলে ধরেছেন ক্রিকেটাররা। জাতীয় দলের ক্রিকেটারসহ মিরপুরের একাডেমি মাঠে উপস্থিত ছিলেন প্রায় ৬০ ক্রিকেটার।

ক্রিকেটারদের এসব দাবির সঙ্গে একাত্মতা ঘোষণা করলেন শ্রোতাপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর। তার ভেরিফায়েড ফেসবুক পেজে স্ট্যাটাসের মাধ্যমে এ ঘোষণা দেন তিনি। পাঠকদের জন্য তা তুলে ধরা হলো—

‘‘প্লেয়ার কোচিং স্টাফ গ্রাউন্ড স্টাফ স্কোরার আম্পায়ার ফিজিওরা সবসময় জেলা ক্রীড়া সংস্থা এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অব্যবস্থাপনার শিকার। একজন সাবেক ক্রিকেটার হিসেবে আমি আমাদের খেলোয়াড়দের দাবির সঙ্গে সম্পূর্ণ একমত। দেশের সোনালি প্রজন্মের প্রতি যত্নবান হতে হবে, ফল চাইবেন অথচ গাছের সঠিক পরিচর্যা করবেন না, এটা হতে পারে না।

‘মোট ১১ দাবি, পূরণ না হলে আমরা আর ক্রিকেট সংশ্লিষ্ট কাজে থাকব না’—সাকিব আল হাসান।

ক্রিকেটারদের ১১ দাবি...

** কোয়াবের বর্তমান কমিটিকে অবিলম্বে পদত্যাগ করতে হবে।

** প্রিমিয়ার লিগ আগের মতো দল-বদলের নিয়ম করতে হবে। যে যার পছন্দমতো দলে যাবে।

** এ বছর না হোক, তবে পরের বছর থেকে আগের মতো বিপিএল করতে হবে, লোকাল ক্রিকেটারদের পারিশ্রমিক বাড়াতে হবে।

** প্রথম শ্রেণির ম্যাচ ফি ১ লাখ, বেতন বাড়াতে হবে, বারো মাস কোচ ফিজিও দিতে হবে, প্রতি বিভাগে প্র্যাকটিসের ব্যবস্থা করতে হবে।

** আন্তর্জাতিক ক্রিকেটে যে বল দিয়ে খেলা হয় ঘরোয়া লিগে সেই বল ব্যবহার করতে হবে, দৈনিক ভাতা ১৫০০ টাকায় কিছু হয় না, তা বাড়াতে হবে। এক ভেন্যু থেকে আরেক ভেন্যুতে যাবার জন্য প্লেন ভাড়া দিতে হবে, হোটেল ভালো হতে হবে, জিম ও সুইমিংপুল সুবিধা থাকতে হবে।

** চুক্তিভুক্ত ক্রিকেটারের সংখ্যা ও বেতন বাড়াতে হবে।

** দেশি সব স্টাফদের বেতন বাড়াতে হবে, কোচ থেকে গ্রাউন্ড স্টাফ, আম্পায়ার সবার বেতন বাড়াতে হবে।

** ঘরোয়া ক্রিকেটে ওয়ানডে টুর্নামেন্ট বাড়াতে হবে, বিপিএলের আগে আরেকটি টি-২০ টুর্নামেন্ট খেলতে চায়।

** ঘরোয়া ক্যালেন্ডার ফিক্স হতে হবে।

** ডিপিএলের পাওনা টাকা সময়ের মধ্যে দিতে হবে।

** ফ্র‍্যাঞ্চাইজি লিগ দুটার বেশি খেলা যাবে না নিয়ম তুলে দিতে হবে। সুযোগ থাকলে সবাই খেলবে।

নারী দলের কোনো দাবি থাকলে তাও শুনবেন ক্রিকেটাররা। তাদের সঙ্গেও একাত্মতা জানাবেন।’’



ঢাকা/শান্ত

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়