ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

জাতীয় পুরস্কার পেলেন কে এই কালাম?

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:১১, ৮ নভেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
জাতীয় পুরস্কার পেলেন কে এই কালাম?

একসঙ্গে ঘোষিত হলো পরপর দুই বছরের জাতীয় চলচ্চিত্র পুরস্কার। বৃহস্পতিবার তথ্য মন্ত্রণালয় পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে। সেখানে পুরস্কারপ্রাপ্তদের নামের তালিকায় মো. কালাম নামে ভারতীয় একজন নাগরিকের নাম দেখে অনেকেই বিস্ময় প্রকাশ করেছেন। বিষয়টি বিভিন্ন গণমাধ্যমেও এসেছে। মূলত ২০১৭ সালের ‘ঢাকা অ্যাটাক’ চলচ্চিত্রের জন্য ‘সেরা সম্পাদক’ হিসেবে মো. কালামের নাম ঘোষণা করা হয়, যিনি ভারতীয় নাগরিক বলে জানা গেছে।

গত ফেব্রুয়ারিতে পুরস্কারের জন্য চলচ্চিত্র আহ্বান করে বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড বিজ্ঞপ্তি প্রকাশ করে। এতে বলা হয়েছিল, ‘কেবল বাংলাদেশি নাগরিকরা জাতীয় চলচ্চিত্র পুরস্কারের জন্য বিবেচিত হবেন।’ সেক্ষেত্রে প্রশ্ন উঠেছে- সন্মানজনক এই পুরস্কারের তালিকায় ভারতীয় নাগরিকের নাম কীভাবে এলো?

এ প্রসঙ্গে জুরি বোর্ডের সদস্য মুশফিকুর রহমান গুলজার বলেন, ‘‘ঢাকা অ্যাটাক’ সিনেমার শিল্পী-কুশলীদের যে তালিকা পুরস্কারের জন্য জমা দেয়া হয়েছিল, সেখানে ১৯ নম্বরে ছিল কালামের নাম। তার ঠিকানা লেখা ছিল ঢাকার পল্লবী। তিনি যে বিদেশি নাগরিক তা আমাদের জানা ছিল না।’’

তিনি আরো বলেন, ‘আমরা কোনো বিদেশিকে পুরস্কার দিইনি। ফরমে উল্লেখ থাকে কে কোন দেশের। প্রযোজক তার (কালামের) পরিচয় গোপন করেছেন। ফরমে তিনি উল্লেখ করেছেন, কালাম বাংলাদেশের নাগরিক। যেহেতু সে বাংলাদেশের ঠিকানা ও মোবাইল নম্বর ব্যবহার করেছে সেহেতু আমরা ধরে নিয়েছি তথ্যটি সঠিক। কিন্তু বাস্তবিক পক্ষে সে বাংলাদেশের নাগরিক না। সে ভারতীয় নাগরিক হয়ে বাংলাদেশের ঠিকানা ব্যবহার করায় আমরা এই সিদ্ধান্ত তখন নিয়েছি।’

ঘটনাটির জন্য ‘ঢাকা অ্যাটাক’ চলচ্চিত্রের প্রযোজক সানী সানোয়ারকে দুষছেন জুরি বোর্ডের সদস্য মুশফিকুর রহমান গুলজার। তবে প্রযোজক সানী সানোয়ার বলছেন ভিন্ন কথা। তার ভাষায়, ‘আমরা আবেদনের তালিকায় মো. কালামের নাম দেইনি। নাম জমা না দেয়ার পরও কালাম কীভাবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলেন, তা জানি না। আমাদের যখন নামগুলো প্রস্তাব করতে বলা হলো তখন প্রত্যেক সদস্যের এনআইডি ও পাসপোর্ট দিতে বলা হয়েছিল। সেই হিসেবে আমরা জমা দিয়েছিলাম। সেক্ষেত্রে মো. কালামের নাম প্রস্তাবে ছিল না।’

এদিকে মুশফিকুর রহমান গুলজার আবেদনপত্রের একটি কপি দিয়েছেন। সেখানে মোহাম্মদ ছানোয়ার হোসেনের (সানী সানোয়ার) স্বাক্ষরে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রতিযোগিতা ২০১৭-এর জন্য ‘ঢাকা অ্যাটাক’ চলচ্চিত্রের শিল্পী, কুশলীদের বিবরণে ১৯ নম্বরে সম্পাদক হিসেবে মো. কালামের নাম ও ঠিকানা লেখা রয়েছে: ফ্ল্যাট-সি/৫, সেরমানোর, ১২/৬ পল্লবী, ঢাকা। এমনকি একটি বাংলাদেশি মোবাইল কোম্পানির নম্বরও উল্লেখ করা হয়েছে।

 

ঢাকা/শান্ত/তারা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়