ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

দর্শক মাতালেন কাজল দেওয়ান

প্রকাশিত: ১৫:০২, ১৫ নভেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
দর্শক মাতালেন কাজল দেওয়ান

উপমহাদেশের সবচেয়ে বড় লোকসংগীতের আসর ‘ঢাকা আন্তর্জাতিক লোকসংগীত উৎসব’। গতকাল ১৪ নভেম্বর রাজধানীর আর্মি স্টেডিয়ামে উৎসবের পঞ্চম আসরের উদ্বোধন হয়েছে।

শুক্রবার উৎসবের দ্বিতীয় দিনে মঞ্চে আসেন জনপ্রিয় বাউল শিল্পী কাজল দেওয়ান। মঞ্চে এসেই দর্শক মাত করেছেন তিনি।

'দিন ফুরাইলে' শিরোনামের গান দিয়ে পরিবেশনা শুরু করেন তিনি। তারপর 'পিরিতের বাজার ভালো না', 'আমায় যত দুঃখ দিলি বন্ধুরে', 'ও জীবন রে' সহ বিভিন্ন জনপ্রিয় গান পরিবেশন করেন তিনি।

টানা পঞ্চাশ মিনিটের পরিবেশনায় একাধিকবার মুহুর্মুহু করতালি পেয়েছেন তিনি। তার গান শুনে উল্লাসিত হয়ে উঠেন সংগীত পিপাসুরা।

ছোটবেলায় বাবা-মার সঙ্গে হারমোনিয়াম বাজিয়ে গানের হাতেখড়ি হয় কাজল দেওয়ানের। বাবা প্রখ্যাত বাউল মাতাল কবি আব্দুর রাজ্জাক দেওয়ানের হাত ধরে নিজেকে বাউল গানের সুরে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ফেলেন কাজল দেওয়ান।

তার ঝুলিতে রয়েছে প্রায় তিনশো অডিও অ্যালবাম। নিজের গানের মাধ্যমে পালাগান ও লোকসঙ্গীতকে দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে দিচ্ছেন কাজল দেওয়ান।

লোকগানের সুর মাধুর্য বিশ্বদরবারে ছড়িয়ে দিতে সান ফাউন্ডেশনের উদ্যোগে ২০১৫ সাল থেকে প্রতিবছর আয়োজন করা হচ্ছে ফোক ফেস্ট। তিন দিনব্যাপী এই লোকসংগীতের আসর প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত চলবে।


ঢাকা/রাহাত সাইফুল/সনি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়