ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

বেস্ট ফ্রেন্ড নিয়ে বিপত্তিতে তারা

প্রকাশিত: ০৮:৪৯, ১৮ নভেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বেস্ট ফ্রেন্ড নিয়ে বিপত্তিতে তারা

তমা তার বর জিসানকে নিয়ে কক্সবাজারে হানিমুনে যাবে। কিন্তু বেস্ট ফ্রেন্ড সীমান্তকে ছাড়া কোথাও যায় না সে। এজন্য সীমান্তকে সঙ্গে নেয় তমা। কক্সবাজার যাওয়ার পর জিসানের সঙ্গে তমার রোমান্টিক মুহূর্ত মেনে নিতে পারে না সীমান্ত।

একদিন সন্ধ্যায় কোলাহল থেকে একটু দূরে জিসান আর তমাকে খুব কাছাকাছি দেখে সীমান্ত। তমা-জিসানকে এই অবস্থায় দেখে সীমান্ত জিসানকে খুন করতে উদ্ধত হয়। তারপর গল্প মোড় নেয় ভিন্ন দিকে। এমন গল্প নিয়ে তরুণ পরিচালক আকাশ আমিন নির্মাণ করলেন ‘জাস্টফ্রেন্ড’ শিরোনামে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র।

সম্প্রতি কক্সবাজারের বিভিন্ন স্থানে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটির শুটিং শেষ হয়েছে। আজিশা রহমান ইতির চিত্রনাট্যে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন—তানিন সুবাহ, আসিফ আলম, জিদান প্রমুখ।

পোস্ট বক্সের ব্যানারে নির্মিত এ চলচ্চিত্রের নির্বাহী পরিচালক হিসেবে কাজ করেছেন কাজী সবুজ ও চিত্রগ্রাহক হিসেবে ছিলেন সজিব খান। শহীদ খান প্রযোজিত এ চলচ্চিত্র খুব শিগগির একটি ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে বলে জানা গেছে।



ঢাকা/রাহাত সাইফুল/শান্ত

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়