ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

রঙ্গমেলায় গাইবে ‘এফ মাইনর’

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:৩৯, ২১ নভেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
রঙ্গমেলায় গাইবে ‘এফ মাইনর’

‘এফ মাইনর’ ব্যান্ড দলের সদস্যরা

ঢাকার মঞ্চের আলোচিত নাট্যদল বটতলা। এ নাট্য সংগঠন তৃতীয়বারের মতো আয়োজন করেছে আন্তর্জাতিক নাট্যোৎসব ‘বটতলা রঙ্গমেলা ২০১৯’। গত ১৬ নভেম্বর নগরীর আগারগাঁওয়ের মুক্তিযুদ্ধ জাদুঘরে এই উৎসব শুরু হয়েছে।

বটতলাসহ দেশের ২টি ও বিদেশের ৮টি নাটকের দল এতে অংশ নিয়েছে। নানা আয়োজনের মধ্য দিয়ে আজ বৃহস্পতিবার উৎসবের ৬ষ্ঠ দিন পার করছে। আজ সন্ধ্যা ৬টায় গানে গানে প্রাণের কথায় বহিরাঙ্গনের নাদিম মঞ্চ মাতাবে বাংলাদেশের আদিবাসীদের প্রথম নারী ব্যান্ড দল ‘এফ মাইনর’।

২০১৬ সালে তিন নারী মিলে এই ব্যান্ড দলের যাত্রা শুরু করে। পরবর্তীতে এই দলে যুক্ত হন আরো দুই নারী সদস্য। বর্তমানে পাঁচ নারী সদস্যকে নিয়ে গঠিত ‘এফ মাইনর’। এ ব্যান্ডের সদস্যরা হলেন—পিংকি চিড়ান, নাদিয়া রিছিল, গ্লোরিয়া মান্দা, লুসি চিছাম দিবা ও একিউ মারমা। বেশির ভাগ সদস্যই গারো সম্প্রদায়ের।

দেখুন: এফ মাইনরের ‘জংলা ফুল’।

 

ঢাকা/শান্ত

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়