ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

যদি ভুলে সত্য বলে ফেলি…

প্রকাশিত: ০৭:২৮, ৮ ডিসেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
যদি ভুলে সত্য বলে ফেলি…

বাংলা গানের ‘যুবরাজ’ খ্যাত আসিফ আকবর। কয়েকদিন পরই তার প্রথম চলচ্চিত্র ‘গহীনের গান’ মুক্তি পাচ্ছে। এদিকে এন্ড্রু কিশোরের চিকিৎসার খরচ যোগাতে হিমশিম খাচ্ছে তার পরিবার। এসব নিয়ে আজ রোববার আসিফ আকবর তার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়েছেন। পাঠকদের জন্য তা তুলে ধরা হলো—

‘বেকার থাকলে যা হয়, সারাদিন খাটাখাটুনির চেয়ে বিশ্রাম করেই ইদানিং বেশি পরিশ্রান্ত। সামনে মুভি রিলিজ, প্রটোকল অনুযায়ী আমার মুখ বন্ধ প্রজেক্ট চালু। মিডিয়া যেন রাগ না করে আমার সাথে এই হিসাব মাথায় নিয়ে দিনাতিপাত করছি। ফেসবুকে শুধু গহীনের গান নিয়েই ব্যস্ত থাকতে হচ্ছে বাধ্যতামূলকভাবে। ফাঁকে ফাঁকে রেকর্ডিং করছি, চাপ আছে কাজের। বারবার মোবাইলে স্ট্যাটাস লিখতে গিয়ে আটকে যাই, যদি ভুলে সত্য বলে ফেলি! তাহলে তো বিপদ আরো ঘনীভূত হবে!

নিউ ইয়র্ক থেকে একটা ফোন পেলাম, জনপ্রিয় একজন অভিনেত্রীর কল ছিল। এন্ড্রু দাকে বাবার মতো শ্রদ্ধা করে। ওখানে নাকি দাদার চিকিৎসা তহবিলের জন্য দানবাক্স খোলা হয়েছে, সেও দশ ডলার ডোনেট করেছে, শুনে খুশি হলাম। এদিকে দেশ-বিদেশে নানান প্রচেষ্টা চলছে দাদার চিকিৎসা খরচ তোলার জন্য। এও খবর পেয়েছি দাতার চেয়েও দানবাক্স হেফজতকারীর সংখ্যা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। ফেসবুকে টাকা তোলার আহ্বানে মুখ লুকানোর জায়গা খুঁজি। আমার মুভি নিয়ে একটু ব্যস্ত থাকছি বাধ্য হয়ে, নইলে উচিত কথা হয়ে যাবে বেশি কথা। দশ বছর পর জাতীয় চলচ্চিত্র পুরস্কারের দাওয়াতের কার্ড পেয়ে আপ্লুত, যদিও আব্বার মৃত্যুবার্ষিকীর কারণে যেতে পারছি না, তবে কৃতজ্ঞ দাওয়াতের জন্য।

সব ছাপিয়ে সালমান ক্যাটরিনা আসছে আমাদের ধন্য করতে। এতদিন যারা শুধু পর্দায় দেখেছেন তারা সরাসরি দেখতে পাবেন, অনেক আনন্দ আজ আকাশে বাতাসে। আফসোস, সময় থাকলে সাল্লু ভাইয়ের কাছ থেকে আমার মুভির জন্য একটা উইশ নেয়ার চেষ্টা করতে পারতাম, ব্যস্ততার জন্য চান্স নিতে পারছি না। এত টাকায় আর্টিস্ট আসছে দেশে, এন্ড্রু দার ব্যাপারটা হয়তো সিলেবাসে নেই, আর জনগনের ট্যাক্সের টাকায় শিল্পীদের চিকিৎসা চলার কালচারটাও বন্ধ হওয়া উচিত। লোকাল দান বাক্সগুলো এন্ড্রু দার কাজে লাগছে কিনা জানি না, তবে কাভারেজ পাচ্ছে ভালো। অনৈক্যের সংস্কৃতির গল্প এখন করা যাচ্ছে না, কারণ আমার গহীনের গান রিলিজ হচ্ছে, সুতরাং স্পিকটি নট। ভালোবাসা অবিরাম...।’


ঢাকা/রাহাত সাইফুল/শান্ত

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়