RisingBD Online Bangla News Portal

ঢাকা     বুধবার   ২৭ জানুয়ারি ২০২১ ||  মাঘ ১৩ ১৪২৭ ||  ১২ জমাদিউস সানি ১৪৪২

হৃতিককে চান নোরা

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:২৯, ১০ ডিসেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
হৃতিককে চান নোরা

মরোক্কান-কানাডিয়ান নৃত্যশিল্পী, মডেল-অভিনেত্রী নোরা ফাতেহি। ‘কোমরিয়া’, ‘দিলবার দিলবার’, ‘সাকি সাকি’ আইটেম গানে কোমর দুলিয়ে ভক্তদের মনে জায়গা করে নিয়েছেন।

সম্প্রতি এক সাক্ষাৎকারে নোরা জানিয়েছেন, বলিউডে তার অনুপ্রেরণা হৃতিক রোশান। এই অভিনেতার অনেক বড় ভক্ত তিনি। শুধু তাই নয়, সিনেমায় তার বিপরীতে হৃতিককে চান।

নোরা ফাতেহি বলেন, আমি হৃতিক রোশানের নাচের অনেক বড় ভক্ত এবং মনে করি, তিনি বলিউডের অনেক বড় ড্যান্সার। চাইব, নির্মাতারা তাকে ও আমাকে নিয়ে সিনেমা তৈরি করবেন। আশা করছি, নাচ নিয়ে তৈরি সিনেমার ইতিহাসে এটি বিশেষ জায়গা করে নিবে। সকল নাচের সিনেমার রেকর্ড ভাঙবে কারণ এতে রোমান্স, ড্যান্স এবং চমৎকার সব নাচ থাকবে।

নোরা ফাতেহির পরবর্তী সিনেমা স্ট্রিট ড্যান্সার থ্রিডি। রেমো ডিসুজা পরিচালিত এই সিনেমায় আরো অভিনয় করছেন বরুণ ধাওয়ান ও শ্রদ্ধা কাপুর। অন্যদিকে চলতি বছর হৃতিকের সুপার থার্টিওয়ার সিনেমা দুটি মুক্তি পেয়েছে। পরবর্তী সিনেমা নিয়ে এখনো কোনো ঘোষণা দেননি এই অভিনেতা। তবে খুব শিগগির কৃষ-ফোর সিনেমার শুটিং শুরু করবেন বলে জানা গেছে।

 

ঢাকা/মারুফ

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়