RisingBD Online Bangla News Portal

ঢাকা     বুধবার   ২৭ জানুয়ারি ২০২১ ||  মাঘ ১৩ ১৪২৭ ||  ১২ জমাদিউস সানি ১৪৪২

এক ঘরে দুই পুরস্কার

প্রকাশিত: ১১:৩১, ১৩ ডিসেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
এক ঘরে দুই পুরস্কার

গল্পের ধরন আর নির্মাণ কৌশল বদলে সাইফুল ইসলাম মাননু সবসময় সময়ের সঙ্গে চলেছেন। সম্প্রতি তার পরিচালিত চলচ্চিত্র ‘পুত্র’  ২০১৮ সালের সেরা চলচ্চিত্রের পাশাপাশি সর্বোচ্চ ১১টি শাখায় জিতে নিয়েছে জাতীয় চলচ্চিত্র পুরস্কার। পুরস্কৃত হয়েছেন তিনি নিজেও। শুধু তিনি নন, তার সহধর্মিণী সাদিয়া শবনম শান্তু শ্রেষ্ঠ পোশাক পরিকল্পনা বিভাগে এ সিনেমার জন্য জিতেছেন পুরস্কার। একই ঘরে উঠেছে দুটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার।

এ প্রসঙ্গে মাননু বলেন, ‘রাষ্ট্রীয় স্বীকৃতি রাষ্ট্রের প্রতি আরও বেশি দায়ীত্বশীল করে তোলে। শুধুমাত্র নিজের জীবিকার জন্য নয়, বরং রাষ্ট্রের কল্যাণে শিল্পের প্রয়োগের জন্য দায়বদ্ধ হয়ে গেলাম। আর আমার স্ত্রী সাদিয়া শবনম শান্তুর অ্যাওয়ার্ড প্রাপ্তি, সব মিলিয়ে অসম্ভব রকম খুশি আমি।’

সাদিয়া বলেন, ‘সত্যিই এটা আমার জন্য বিশেষ প্রাপ্তি। আমার কাজের স্বীকৃতি হিসেবে এতদিন দর্শকের প্রশংসা পেলেও এবার রাষ্ট্রীয় সম্মাননা পেয়ে আরও বেশি ভালো লাগছে।’ সাইফুল ইসলাম মাননুর পরিচালনায় অসংখ্য নাটকে সেট, আর্ট ও পোশাক পরিকল্পনা বিভাগে নান্দনিকতার সঙ্গে কাজ করেছেন শান্তু।

নতুন কাজের পরিকল্পনা নিয়ে মাননু বলেন, ‘তিন বন্ধু মিলে কিছু গল্প রেডি করছি। এর নাম ‘বাসর রাত’। আসছে ফেব্রুয়ারিতে বাংলাদেশে এসে শুটিং করার ইচ্ছে রয়েছে।’


ঢাকা/রাহাত সাইফুল/তারা

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়