RisingBD Online Bangla News Portal

ঢাকা     শুক্রবার   ০৪ ডিসেম্বর ২০২০ ||  অগ্রাহায়ণ ২০ ১৪২৭ ||  ১৭ রবিউস সানি ১৪৪২

অকপটে সব স্বীকার করলেন পপি

বিনোদন প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৪৪, ১৪ জানুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
অকপটে সব স্বীকার করলেন পপি

বিয়ে মানব জীবনের কাঙ্ক্ষিত বিষয়। কেউ যৌবনের শুরুতেই বিয়ের পিঁড়িতে বসেন, অনেকে সময় নেন। তারকাদের বিয়ের ক্ষেত্রেও এমন ঘটনা লক্ষ্য করা যায়। ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা সাদিকা পারভিন পপি। জনপ্রিয়তায় তিনি অনেকের চেয়ে এগিয়ে থাকলেও, এখনও একাকী, নিঃসঙ্গ জীবন কাটাচ্ছেন। ভক্তদের কৌতূহল তাদের প্রিয় এই নায়িকা বিয়ের পিঁড়িতে বসবেন কবে? ফুটবে কবে পপির বিয়ের ফুল?

এ প্রসঙ্গে পপি বলেন, ‘বিয়ের জন্য পাত্র খোঁজা হচ্ছে। সৎ ও যোগ্য পাত্র পেলে এ বছরই বিয়ে করব। একটা ছেলে ‘জান খেয়েছ! জান ঘুমিয়েছ!’ লিখে একই এসএমএস দশজন মেয়েকে পাঠায়- এমন ছেলেকে বিয়ে করতে চাই না। সৎ ও বিশ্বাসযোগ্য ছেলে পাওয়া খুব কঠিন। বিশ্বাসযোগ্য ছেলে না পেলে আগামী বিশ বছরের বিয়ে করব না।’

পপি আরো বলেন, ‘প্রেম সবার মতো আমার জীবনেও এসেছিল। দু’একজনের প্রেমেও পড়েছিলাম। প্রেম করতে গিয়ে ধরা খেয়েছি। যার প্রেমেই পড়েছি, একসময় আবিষ্কার করেছি- সে ভণ্ড, চরিত্রহীন ও মিথ্যেবাদী।’

সম্প্রতি সাদেক সিদ্দিকীর পরিচালনায় পপির ‘সাহসী যোদ্ধা’ সিনেমার শুটিং শেষ হয়েছে। এরই মধ্যে ‘গ্যাংস্টার’ নামে নতুন একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন। পপি ১৯৭৯ সালের ১০ সেপ্টেম্বর খুলনায় জন্মগ্রহণ করেন। ১৯৯৭ সালে সোহানুর রহমান সোহান পরিচালিত ‘আমার ঘর আমার বেহেশত’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন। কিন্তু তার প্রথম মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র ‘কুলি’। পপি ইতোমধ্যেই শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন।

 

ঢাকা/রাহাত সাইফুল/তারা

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়