ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

‘ওরা আমার মুখের ভাষা কাইড়া নিতে চায়’

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০৭, ১৪ জানুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘ওরা আমার মুখের ভাষা কাইড়া নিতে চায়’

ব্রাহ্মণবাড়িয়া মহাসড়কে ‘বুনন’ থিয়েটারের নাট্যকর্মীদের উপর হামলা ও শরীয়ত বয়াতির মুক্তির দাবিতে একাধিক স্থানে মানববন্ধন করেছেন সাংস্কৃতিক কর্মীরা।

আজ সকালে নাট্যাচার্য সেলিম আল দীনের সমাধিতে (জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়) শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে ঢাকা আরিচা মহাসড়কে সাংস্কৃতিক কর্মীরা মানববন্ধন করেন। গ্রাম থিয়েটার আয়োজিত এ মানববন্ধনে উপস্থিত ছিলেন বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসির উদ্দীন ইউসুফ বাচ্চু। এ পরিচালক বলেন, ‘আমরা সরকারের কাছে শিল্পীর স্বাধীনতা ও নিরাপদ জীবনের দাবি জানাই।’

এছাড়াও ঢাকা থিয়েটার, সাংস্কৃতিক সংগঠন ও জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক এ মানববন্ধনে অংশ নেন।

এদিকে আজ বিকেল ৫টার দিকে বাংলাদেশে শিল্পকলা একাডেমির সামনে শরীয়ত বয়াতির মুক্তির দাবিতে মানববন্ধন করেন বাতিঘরের নাট্যকর্মীরা। এসময় দেখা যায়, কালো কাপড়ে মুখ বেঁধে ব্যানার ফেস্টুন হাতে দাঁড়িয়ে আছেন তারা। তাতে লেখা রয়েছে—‘বাঙালি সংস্কৃতির উপর মৌলবাদী আক্রোশ রুখে দাও’, অন্য একটিতে লেখা, ‘ওরা আমার মুখের ভাষা কাইড়া নিতে চায়।’


ঢাকা/শান্ত

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়