ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

এবার সাইফের সঙ্গে কঙ্গনার পাঙ্গা

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:৩৯, ২২ জানুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
এবার সাইফের সঙ্গে কঙ্গনার পাঙ্গা

বলিউড অভিনেত্রী কঙ্গনা রাণৌত। সমসাময়িক অভিনয়শিল্পীদের নানা বিষয়ে কথা বলে প্রায়ই আলোচনায় আসেন। এবার অভিনেতা সাইফের একটি বক্তব্য নিয়ে প্রশ্ন তুলেছেন এই অভিনেত্রী।

সাইফের সর্বশেষ মুক্তি পাওয়া সিনেমা তানাজি: দ্য আনসাং ওয়ারিয়র। ছত্রপতি শিবাজি মহারাজের সেনাপতি তানাজি মালুসারেকে নিয়ে নির্মিত হয়েছে এই সিনেমা। এতে উদয়ভবন সিং রাঠোর চরিত্রে অভিনয় করেছেন তিনি। তার এই চরিত্র নিয়ে অনেক বিতর্কও হয়েছে। এমনকি ইতিহাস বিকৃতির অভিযোগও উঠেছিল।

সম্প্রতি এক সাক্ষাৎকারে এই অভিনেতা বলেন, বিশেষ কারণে আমি কোনো পক্ষ নেইনি। চরিত্রটি আমার খুব পছন্দ হয়েছে এবং এটি করার জন্য উন্মুখ ছিলাম। সবাই এটিকে ইতিহাস বলছে, কিন্তু আমার তা মনে হয়নি। ইতিহাস কী তা আমি জানি। আমার মনে হয় না ব্রিটিশরা বলার আগে অখণ্ড ভারত নিয়ে কারো কোনো ধারণা ছিল। তাই চরিত্রটি না করার কোনো যুক্তিসঙ্গত কারণ আমি পাইনি।

ভারত নিয়ে সাইফের এই বক্তব্যের পর বিতর্কের ঝড় উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই এই অভিনেতাকে বিদ্রূপ করছেন। তাদের সঙ্গে যোগ হয়েছেন কঙ্গনা রাণৌত। সাইফের এই বক্তব্য নিয়ে প্রশ্ন তুলে এই অভিনেত্রী বলেন, যদি কোনো ভারত না-ই থাকবে তাহলে মহাভারত কী ছিল? বেদ ব্যাস তাহলে কী লিখেলেন?

তিনি আরো বলেন, কিছু ব্যক্তি তাদের মতো করে বর্ণনা করেছেন কিন্তু লর্ড কৃষ্ণ মহাভারতে ছিলেন এবং এর মানে সেই সময়ও ভারত ছিল। ভারতের বড় বড় রাজারা যুদ্ধ করেছেন। ভারত সম্পর্কে ধারণা সেই সময়ও ছিল। এরপর ব্রিটিশরা অঞ্চলভেদে ভাগ করেছে। আর যে তিনভাগে ভাগ করেছে তার দুর্ভোগ এখনো সবাইকে পোহাতে হচ্ছে।

আগামী ২৪ জানুয়ারি মুক্তি পাবে কঙ্গনার পরবর্তী সিনেমা পাঙ্গা। এতে কাবাডি খেলোয়াড়ের চরিত্রে অভিনয় করছেন তিনি। সিনেমাটি পরিচালনা করেছেন অশ্বিনি আয়ার তিওয়ারি। এতে বিভিন্ন চরিত্রে আরো অভিনয় করেছেন জাসসি গিল, রিচা চাড্ডা, নিনা গুপ্তা প্রমুখ।



ঢাকা/মারুফ/তারা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়