RisingBD Online Bangla News Portal

ঢাকা     শনিবার   ২৪ অক্টোবর ২০২০ ||  কার্তিক ৯ ১৪২৭ ||  ০৭ রবিউল আউয়াল ১৪৪২

পামেলার পঞ্চম বিয়ে

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৪৫, ২২ জানুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
পামেলার পঞ্চম বিয়ে

প্লেবয় ম্যাগাজিনের মডেল এবং ‘বেওয়াচ’খ্যাত হলিউড অভিনেত্রী পামেলা অ্যান্ডারসন। ৭৪ বছর বয়সি হলিউড মুভি মোগল জন পিটার্সকে বিয়ে করেছেন তিনি।

গত ২০ জানুয়ারি লস অ্যাঞ্জেলেসের মালিবু শহরে অনেকটা গোপনেই এই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। প্রায় ৩৫ বছর পরস্পরের সঙ্গে পরিচিত তারা। ৫২ বছর বয়সি অ্যান্ডারসনের এটি পঞ্চম বিয়ে। দ্য হলিউড রিপোটার্স এই তথ্য জানিয়েছে।

জন পিটার্স বলেন, পামেলা শিল্পী হিসেবে তার পূর্ণ দক্ষতা এখনো দেখাননি। সে এখনো সম্পূর্ণভাবে বিকশিত হয়নি। তার চোখে অনেক কিছু রয়েছে, তা না হলে আমি তার প্রেমে পড়তাম না। অনেক সুন্দর নারী রয়েছে, আমি তাদের বেছে নিতে পারতাম। কিন্তু গত ৩৫ বছর ধরে আমি পামেলাকে চেয়েছি। সে আমার মধ্যে ইতিবাচক উন্মাদনা তৈরি করে। আমাকে অনুপ্রেরণা জোগায়। তার প্রাপ্য সম্মানটুকু আমি দিই।   

অন্যদিকে পামেলা বলেন, জন হলিউডের প্রকৃত ‘ব্যাড বয়’। তার সঙ্গে কারো তুলনা চলে না। সে আমার পরিবার। যদিও তার জীবনযাপন আমাকে ভীত করে। একজন মেয়ে হিসেবে এটি আমার কাছে অনেক বড় কিছু। জীবনে অনেক কিছু দেখেছি এবং শিখেছি। সে সবসময় আমার পাশে থেকেছে এবং ব্যর্থ হতে দেয়নি। পরস্পরের প্রতি আমাদের সম্মান রয়েছে। দুজন দুজনকে নিঃস্বার্থভাবে ভালোবাসি। আমি সৌভাগ্যবান নারী।

এর আগে সংগীতশিল্পী টমি লি, র‌্যাপার কিড রক এবং পোকার খেলোয়াড় সলোমনকে (দুবার) বিয়ে করেছিলেন পামেলা অ্যান্ডারসন। অন্যদিকে হেনরিয়েটা জাম্পিটেলা, অভিনেত্রী-গায়িকা লেসলি অ্যান ওয়ারেন, প্রযোজক ক্রিস্টিন ফরসিথ পিটার্স এবং প্রযোজক মিনডি পিটার্সকে বিয়ে করেন জন পিটার্স।


ঢাকা/মারুফ

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়