ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

‘অরূপরতন’

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:১৮, ২৪ জানুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘অরূপরতন’

নাট্যদল পরিসর মঞ্চস্থ করবে ‘অরূপরতন’ নাটক। আগামীকাল শনিবার সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির মূল হলে মঞ্চস্থ হবে নাটকটি। রবীন্দ্রনাথ ঠাকুর তার ‘রাজা’ নাটক থেকে সংক্ষিপ্ত বিন্যাসে ‘অরূপরতন’ নাটকটি নতুন করে পুনর্লিখন করেছিলেন। এটি নির্দেশনা দিয়েছেন সাইদুর রহমান লিপন।

এ নির্দেশক বলেন, ‘সামাজিক জীবনে উৎসব মানেই সম্প্রীতি ও মিলন, যা সর্বদা ক্ষমতার দুষ্টচক্রে পদ পরিচয়কে গৌণ-জ্ঞান করে সার্বজনীন সমাজতান্ত্রিক চৈতন্যকে আহ্বান করে। ভেদ-বুদ্ধি, বাহুল্য ছেড়ে মানুষ মানবের উৎসবের সামিল হয়ে মানুষের জয়গান গাইবে, সমষ্টির সম্মিলনে ঐক্যের আহ্বান জানাবে, এই আমাদের নাটকের মূল ভাষ্য।’

নাটকটির বিভিন্ন চরিত্র রূপায়ন করছেন—কান্তা জামান, সাদিকা ইয়াসমিন সান্তনা, শরীফ সিরাজ, আমিনুর রহমান মুকুল, রবিন বসাক, মো. শামীম আহমেদ শান্ত, সজীব কুমার ওম, পি কে ফজল, শামীম শেখ, রনি দাস, বাদল হোসেন বাদশা।

এছাড়া নাটকটির দৃশ্য পরিকল্পনা করেছেন আব্দুল মুনিম তরফদার, আলোক পরিকল্পনায় সাইফ মণ্ডল, পোশাক ও দ্রব্য পরিকল্পনায় সাইমা ফারজানা, কোরিগ্রাফি করেছেন ম্যাশ।


ঢাকা/শান্ত

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়