RisingBD Online Bangla News Portal

ঢাকা     শনিবার   ২৪ অক্টোবর ২০২০ ||  কার্তিক ৯ ১৪২৭ ||  ০৭ রবিউল আউয়াল ১৪৪২

অ‌তি‌থি ছি‌লেন মিম

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৩৫, ২৫ জানুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
অ‌তি‌থি ছি‌লেন মিম

নগরী‌র বনানী‌তে অর্গানিক পণ‌্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান সি‌নি কেয়া‌র অ‌স্ট্রেলিয়ার নতুন আউটলেট উ‌দ্বোধন কর‌লেন চিত্রনা‌য়িকা বিদ‌্যা সিনহা মিম।

গতকাল শুক্রবার বনানীর ১১ নম্ব‌র সড়‌কে এ আউটলেটের উ‌দ্বোধন ক‌রেন এই লাক্স তারকা।

এ সময় মিম ব‌লেন, পণ্যটি আমি ব্যবহার করে‌ছি। এগুলো ব্যবহার করার পর ত্বকটা বেশ গ্লো করে। হেয়ার, সিরাম, স্ক্রিনক্রিমসহ বেশ কিছু মানসম্পন্ন পণ্য আছে প্রতিষ্ঠান‌টির। এটা তিন দিনে রং ফর্সা করবে তা নয়, তবে এটা ব্যবহার করার পর অনেক ভা‌লো মনে হয়েছে।

এ সময় আরো উ‌প‌স্থিত ছিলেন সিনি কেয়ার অস্ট্রেলিয়ার এশিয়া জোনের কান্ট্রি ডিরেক্টর জাহিদ আহমেদ দিপু, সিনি কেয়ার বাংলাদেশের উপদেষ্টা সিইও রেদোয়ানুল ইসলাম, অপারেশন ম্যানেজার জাহিদুল ইসলাম, বিউটি এক্সপার্ট ও জে.কে ফরেন ব্র্যান্ডের কর্ণধার মারিয়া মৃত্তিক, মেকআপ আর্টিস্ট সাহিদা আহসানসহ অনেকে।

১৯৯৭ সালে যাত্রা শুরু করে সি‌নি কেয়ার। সারাবিশ্বে প্রতিষ্ঠান‌টির ২৫০টির বেশি আউটলেট রয়েছে।

মিম অ‌ভিনীত সর্বশেষ মু‌ক্তিপ্রাপ্ত সি‌নেমা সাপলুডু। গত বছ‌রের ২৭ সে‌প্টেম্বর মু‌ক্তি পায় এটি। গোলাম সোহরাব দোদুল প‌রিচা‌লিত এ সি‌নেমা দর্শকের বেশ প্রশংসা কুড়ায়। মি‌মের পরবর্তী সি‌নেমা পরাণ। রায়হান রা‌ফি প‌রিচা‌লিত এ সি‌নেমার কাজ নি‌য়ে ব‌্যস্ত সময় পার কর‌ছেন মিম।

 

ঢাকা/শান্ত

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়