ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

‘একুশ ও সাদেকুজ্জামানের পরিবার’

প্রকাশিত: ০২:১৮, ১৮ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘একুশ ও সাদেকুজ্জামানের পরিবার’

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নির্মিত হয়েছে একক নাটক ‘একুশ ও সাদেকুজ্জামানের পরিবার’। জামাল হোসেন রচিত এ নাটক পরিচালনা করেছেন ইয়ামিন এলিন।

নাটকটির নাম ভূমিকায় অভিনয় করেছেন গোলাম কিবরিয়া তানভীর। এছাড়াও অভিনয় করেছেন—পূর্ণিমা বৃষ্টি, দিলারা জামান, করোভি মিজান, শিল্পী সরকার, নরেশ ভূইয়া, জিয়াউল কিসলু, আবদুল্লাহ রানা প্রমুখ।

তানভীর রাইজিংবিডিকে বলেন, ‘‘একুশ ও সাদেকুজ্জামানের পরিবার’ নাটকটি ভাষা দিবসকে কেন্দ্র করে নির্মাণ করা হয়েছে। দারুণ একটি গল্প নিয়ে নির্মিত হয়েছে এটি। এমন একটি গল্পে কাজ করতে পেরে খুব ভালো লাগছে। গল্প, লোকেশন ও নির্মাণ খুব ভালো হয়েছে। আশা করছি, দর্শকদের ভালো লাগবে।’

সম্প্রতি উত্তরা, পুবাইল ও গাজীপুরে নাটকটির দৃশ্যধারণের কাজ শেষ হয়েছে। একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে প্রচার হবে এ নাটক।

 

ঢাকা/রাহাত সাইফুল/শান্ত

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়