ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

আসিফের বই কিনতে ভক্তদের ঢল

প্রকাশিত: ১২:১৬, ১৮ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
আসিফের বই কিনতে ভক্তদের ঢল

‘ও প্রিয়া তুমি কোথায়’ আসিফ আকবরের তুমুল শ্রোতাপ্রিয় গান। বাংলা গানের ‘যুবরাজ’খ্যাত এই সংগীতশিল্পী প্রথম অ্যালবাম প্রকাশের পরই আকাশ ছোঁয়া তারকাখ্যাতি পান। অনেক ভক্তের হৃদয়ে তিনি স্বপ্নের গায়ক। যে কারণে তাকে নিয়ে ভক্তদের উন্মাদনার শেষ নেই।

এবার একুশে গ্রন্থমেলায় প্রকাশিত হয়েছে আসিফের প্রথম বই ‘পোটকরা টু ম্যানহাটান’। বইটি প্রকাশ করেছে অন্যধারা। আজ মঙ্গলবার বিকেল ৪টা থেকে একুশে বইমেলায় অন্যধারার ৫৯৯-৬০২ নম্বর স্টলে অবস্থান করছেন আসিফ। বইমেলায় হাজির হতেই তাকে ঘিরে ধরে ভক্তরা। অন্যধারা প্রকাশনীর সামনে দেখা যায়, উপচেপড়া ভিড়। লাইন দিয়ে আসিফের বই কিনছেন ভক্ত-অনুরাগীরা।

বই প্রসঙ্গে আসিফ আকবর বলেন, ‘লেখালেখি আমার কাজ নয়, আমি পড়তে ভালোবাসি। সেটা যে কোনো বই, ধর্মগ্রন্থ কিংবা পত্রিকা হতে পারে, অংক বিজ্ঞান ছাড়া। ছোটবেলা থেকেই লাইব্রেরিতে যাওয়া আসার চর্চা ছিল। আম্মার কাছ থেকেই এই চর্চা শেখা। আমাদের ছোট্ট গ্রামটির নাম পোটকরা। আমার শৈশব কৈশোরের দুরন্ত সময়গুলো কেটেছে পোটকরায়। কুমিল্লা শহরে পড়াশোনা এবং বেড়ে উঠলেও পোটকরার মাটির সোঁদা গন্ধ আজও আমার গায়ে লেগে আছে।’

তিনি আরো বলেন, ‘আমি গায়ক আসিফ হয়ে নাম কামিয়েছি, আমার সাফল্যে উচ্ছ্বসিত আমাদের একান্নবর্তী পরিবার এবং গ্রামের মানুষ। পৃথিবীর বহু দেশ ভ্রমণের সৌভাগ্য হয়েছে এই গানের সুবাদে। আমেরিকার ম্যানহাটানে পৌঁছেই নীল আর্মস্ট্রংয়ের মতো বিজয়ের পতাকা উড়িয়েছি মনে মনে, ভুলেও ভুলে যাইনি পোটকরাকে। ফেসবুকে আসার মাধ্যমে আমার ফ্যানদের সঙ্গে যোগাযোগের একটা রাস্তা হলো। আমি ভাবলাম অহেতুক ফুচকা চটপটির ছবি না দিয়ে কিছু লিখি। জানা অজানা মানুষের সঙ্গে ভাবের আদানপ্রদান শুরু হলো এই সামাজিক যোগাযোগমাধ্যমে। কেউ কেউ প্রস্তাব করলেন বই লিখতে। মনে যা আসে তাই লিখি সহজ সাবলীল ভাষায় ছোট গল্পের মতো করে। শেষ পর্যন্ত আমার ‘পোটকরা টু ম্যানহাটান’ বই মেলায় এসেছে।’

আসিফ আকবরের বইটির প্রচ্ছদ করেছেন চন্দন রায় চৌধুরী। ব্যাক পেজ স্কেচ এঁকেছেন খলিফা পলাশ।


ঢাকা/রাহাত সাইফুল/শান্ত

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়