Risingbd Online Bangla News Portal

ঢাকা     শনিবার   ২৪ জুলাই ২০২১ ||  শ্রাবণ ৯ ১৪২৮ ||  ১২ জিলহজ ১৪৪২

দিশার পর তারা

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:০৫, ১১ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
দিশার পর তারা

জনপ্রিয় বলিউড সিনেমা এক ভিলেন। এর সিক্যুয়েলের জন্য দর্শকরা অনেকদিন থেকেই অপেক্ষা করছিলেন। অনেক জল্পনা শেষে চলতি বছর শুরুতে জন আব্রাহাম ও আদিত্য রায় কাপুরকে নিয়ে এক ভিলেন-টু নির্মাণের ঘোষণা দেন নির্মাতা।

এদিকে কয়েকদিন আগে সিনেমাটিতে জন আব্রাহামের নায়িকার চরিত্রে চুক্তিবদ্ধ হন দিশা পাটানি। এবার এতে যোগ দিলেন স্টুডেন্ট অব দি ইয়ার-টু সিনেমাখ্যাত অভিনেত্রী তারা সুতারিয়া। সিনেমায় আদিত্য রায় কাপুরের বিপরীতে দেখা যাবে তাকে।

জানা গেছে, এক ভিলেন-টু সিনেমায় একজন গায়িকার চরিত্রে অভিনয় করবেন তারা। এ প্রসঙ্গে পরিচালক মুহিত সুরি বলেন, সংগীত সম্পর্কে জ্ঞান পেতে সারা জীবন লেগে যায়। সৌভাগ্যবশত, তারা ছোট থেকেই এ বিষয়ে প্রশিক্ষণ নিয়েছে। একজন নির্মাতার এর চেয়ে আর কী চাওয়ার থাকতে পারে? আধুনিক, সরল কণ্ঠস্বর— ঠিক যেমনটি সিনেমাটির চরিত্রে প্রয়োজন।

চলতি বছরের শেষ দিকে এক ভিলেন-টু সিনেমার শুটিং শুরু হবে। আগামী বছর ৮ জানুয়ারি এই সিনেমা মুক্তির কথা রয়েছে।

এর আগে ২০১৪ সালে মুক্তি পায় এক ভিলেন। এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন— সিদ্ধার্থ মালহোত্রা, শ্রদ্ধা কাপুর, রিতেশ দেশমুখ। এই সিনেমাটিও পরিচালনা করেন মুহিত সুরি। মুক্তির পর বক্স অফিস বিশ্লেষকদের কাছ থেকে হিট তকমা পায় এক ভিলেন

 

ঢাকা/মারুফ

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়