ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

‘জ্ঞানীগঞ্জের পণ্ডিতেরা’

প্রকাশিত: ১৩:০৮, ১৫ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘জ্ঞানীগঞ্জের পণ্ডিতেরা’

কিছুদিন আগে জ্ঞানীগঞ্জে ইন্টারনেট সংযোগ দেওয়া হয়েছে। মুঠোফোনে ইন্টারনেট সংযোগ পেয়ে গ্রামের তরুণ-তরুণীরা বেশ মেতে ওঠেছে। ফেসবুকিং, ইউটিউব সার্ফিং, হোয়াটসঅ্যাপ, ভাইবার সবই চলে তাদের মুঠোফোন ও ল্যাপটপে।

এ বিষয়ে জ্ঞান কম থাকায় গনির কাছ থেকে শিখে নেয় তারা। আর এই সুযোগে গনি ‘ফিলিং হ্যাপি ডিজিটাল ক্লাব’ নামে দোকান খুলে। এরপর ঘটতে থাকে নানা ঘটনা। এমন গল্প নিয়ে নির্মিত হয়েছে ধারাবাহিক নাটক ‘জ্ঞানীগঞ্জের পণ্ডিতেরা’।

হাস্য-রসে ভরপুর এ গল্প লিখেছেন মাসুম রেজা। শাহীন সরকার পরিচালিত এ নাটকে অভিনয় করেছেন—মীর সাব্বির, অপর্ণা ঘোষ, আ খ ম হাসান, নিলয় আলমগীর, শারমিন জ্জোহা শশী, শ্যামল মাওলা, সামিয়া অথৈ, ওয়াহিদা মল্লিক জলি, মিলন ভট্টাচার্য, আমিন আজাদ, শরিফ খান দিলু প্রমুখ।

আগামী ১৭ মার্চ রাত ৯টা ৪৫ মিনিটে বেসরকারি টেলিভিশন চ্যানেল বাংলাভিশনে নাটকটির প্রথম পর্ব প্রচার হবে।


ঢাকা/রাহাত সাইফুল/শান্ত

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়