ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

গ্লাভস-মাস্ক-স্যানিটাইজার বিতরণ করবে শিল্পী সমিতি

প্রকাশিত: ১১:১২, ১৯ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
গ্লাভস-মাস্ক-স্যানিটাইজার বিতরণ করবে শিল্পী সমিতি

করোনা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি হ্যান্ড গ্লাভস, মাস্ক ও স্যানিটাইজার বিতরণ করবে। আগামী ২১ মার্চ সকাল ১১টায় বিএফডিসির গেটে এসব বিতরণ করা হবে।

শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান রাইজিংবিডিকে বলেন, ‘শিল্পীরা শুধু চলচ্চিত্রের পর্দায় কাজ করে না, দেশের বিভিন্ন সংকটময় সময় জনসাধারণের পাশে থাকেন। বিভিন্নভাবে তাদের উৎসাহ ও সচেতন করে থাকেন। এর আগেও চলচ্চিত্র শিল্পী সমিতি, ডেঙ্গু সচেতনতায় কাজ করেছে। এবার আমরা করোনা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধিতে জনসাধারণের মাঝে হ্যান্ড গ্লাভস-মাস্ক-স্যানিটাইজার বিতরণ করব।’

এদিন শিল্পী সমিতির কার্যনির্বাহী পরিষদসহ দেশের স্বনামধন্য শিল্পীরা উপস্থিত থাকবে বলে জানিয়েছেন জায়েদ খান।

 

ঢাকা/রাহাত সাইফুল/শান্ত

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়