ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

কান চলচ্চিত্র উৎসব স্থগিত

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:৫৯, ২০ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কান চলচ্চিত্র উৎসব স্থগিত

বিশ্ব চলচ্চিত্রের অন্যতম জমজমাট আসর কান চলচ্চিত্র উৎসব। আগামী মে মাসে এটি শুরুর কথা থাকলেও তা স্থগিত করা হয়েছে।

মাইক্রোব্লগিং সাইট টুইটারে কান চলচ্চিত্র উৎসবের অ্যাকাউন্টে এক পোস্টে লেখা হয়েছে, ‘ফ্রান্স ও আন্তর্জাতিক পর্যায়ে স্বাস্থ্য সংকট ও সার্বিক পরিস্থিতির কারণে, কান চলচ্চিত্র উৎসব পরিকল্পনা অনুযায়ী আগামী ১২ থেকে ২৩ মে অনুষ্ঠিত হচ্ছে না।’ 

আয়োজক কর্তৃপক্ষের এক বিবৃতির বরাত দিয়ে নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, এই উৎসব চালু রাখার জন্য বেশ কিছু পরিকল্পনা করেন আয়োজকরা। তবে শেষ পর্যন্ত এটি স্থগিত করার সিদ্ধান্ত নেয়া হয়। আগামী জুনের শেষে অথবা জুলাইয়ের শুরুতে কান চলচ্চিত্র উৎসব আয়োজনের পরিকল্পনা করেছেন কর্তৃপক্ষ।

এর আগে কান চলচ্চিত্র উৎসবের প্রেসিডেন্ট পিয়ের লেসকিউ এই উৎসব স্থগিতের ইঙ্গিত দেন। এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমরা এখনো আশাবাদী এবং বিশ্বাস করছি, মার্চের শেষেই এই মহামারির সপ্তাহ ঘটবে। এপ্রিলেই আমরা স্বাভাবিকভাবে শ্বাস-প্রশ্বাস নিতে পারব। কিন্তু আমরা এখনো ধোঁয়াশার মধ্যে আছি। যদি পরিস্থিতির উন্নতি না হয় আমরা অনুষ্ঠান বাতিল করব।’

বিশ্বজুড়ে মহামারি আকার ধারণ করেছে করোনাভাইরাস। চীনের পর বিশ্বের অন্য দেশগুলোতেও এই ভাইরাস ছড়িয়ে পড়েছে। কোভিড-১৯ ভাইরাসে এখন পর্যন্ত বিশ্বব্যাপী ১০ হাজার ৪৮ জনের মৃত্যু হয়েছে। একশ ৬৯টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়া এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা দুই লাখ ৪৫ হাজারের বেশি। এর মধ্যে সুস্থ হয়েছেন প্রায় ৮৯ হাজার।

 

ঢাকা/মারুফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়