RisingBD Online Bangla News Portal

ঢাকা     সোমবার   ৩০ নভেম্বর ২০২০ ||  অগ্রাহায়ণ ১৬ ১৪২৭ ||  ১২ রবিউস সানি ১৪৪২

‘যদি বেঁচে থাকি আপনাদের সঙ্গে আবার দেখা হবে’

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:৩৫, ২৫ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘যদি বেঁচে থাকি আপনাদের সঙ্গে আবার দেখা হবে’

করোনাভাইরাসের কারণে আতঙ্কিত গোটা বিশ্ব। সবার মধ্যে কাজ করছে অজানা এক শঙ্কা। কলকাতার অভিনেত্রী শ্রীলেখা মিত্রও এই দলে রয়েছেন।

সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন তিনি। এতে করোনা নিয়ে নিজের শঙ্কার কথা জানিয়েছেন এই অভিনেত্রী। পাশাপাশি সবাইকে দায়িত্বশীল আচরণ করার আকুতি জানিয়েছেন।

শ্রীলেখা বলেন, ‘চারপাশে কী ঘটছে আপনারা সবই জানেন। তবে কিছু ব্যতিক্রম রয়েছে, যারা খুবই অবিবেচকের মতো কাজ করছে। ফেসবুক পোস্টের মাধ্যমে আমি দেখেছি, ঢাক-ঢোল পিটিয়ে উদযাপন করছে। তারা কী উদযাপন করছে জানি না, মৃত্যু! আমার এমনটাই ধারণা! সকলেই এক সংকটের মধ্যে আছি। বিশ্বের সবার অবস্থা একই রকম। সব বাধা ভেঙে গেছে। এটির বিরুদ্ধে আমাদের সংঘবদ্ধ হয়ে লড়াই করতে হবে। সুতরাং, সবাইকে অনুরোধ করব দায়িত্বশীল আচরণ করুন। যেটি প্রয়োজন তা করুন। প্লিজ, প্লিজ, প্লিজ দায়িত্বশীল আচরণ করুন।’

তিনি আরো বলেন, ‘এটা উদযাপনের সময় নয়। আপনার ও আপনার প্রিয়জনের জন্য এখন নিজেকে বাড়িতে পৃথক রাখার সময়। আমার বাবার বয়স সত্তরের ঘরে। আমার মেয়ে, যার ভবিষ্যৎ রয়েছে। আমি খুবই উদ্বিগ্ন। আমরা কেউ জানতাম না এমন কিছু হবে। তাই সবাইকে অনুরোধ করব, একটু দায়িত্বশীল আচরণ করুন। আরো একটি গুরুত্বপূর্ণ কথা, আমার মতো যারা পশুপ্রেমী রয়েছেন, তারা খাবারে কিছু অংশ পশুদের দিন। তাছাড়া এরা ক্ষুধায় মারা যাবে। এ পর্যন্তই, যদি বেঁচে থাকি আপনাদের সঙ্গে আবার দেখা হবে।’

 

ঢাকা/মারুফ

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়