ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

জানি না আমাদের ভবিষ্যৎ কী: চঞ্চল চৌধুরী

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:০৭, ২৬ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
জানি না আমাদের ভবিষ্যৎ কী: চঞ্চল চৌধুরী

‘আমরা জানি না আমাদের ভবিষ্যৎ কী। মরণভাইরাস করোনাতে আজ সারা পৃথিবী আক্রান্ত। এই ঘাতক ভাইরাসকে যদি প্রতিহত করতে না পারি তবে আমাদের ভবিষ্যৎ অন্ধকার; পৃথিবীটাই ধ্বংস হয়ে যাবে’—উদ্বেগ প্রকাশ করে এসব কথা বলেন দর্শকপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী।

বিশ্বের ১৯৮টি দেশ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। সারা বিশ্বে ২১ হাজার ১৯৯ জন মারা গেছেন। বুধবার পর্যন্ত বাংলাদেশে মোট আক্রান্তের সংখ্যা ৩৯ জন। মারা গেছেন ৫ জন। আইসোলেশনে রয়েছেন ৪৭ জন। এমন উদ্ভূত পরিস্থিতিতে শঙ্কিত দেশবাসী। এ শঙ্কা বিরাজ করছে শোবিজ অঙ্গনেও। শঙ্কা ভর করেছে চঞ্চল চৌধুরীর মনেও।

অন্য দায়িত্বশীল মানুষের মতো সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানাতে গতকাল রাতে ফেসবুকে লাইভে আসেন চঞ্চল চৌধুরী। এ সময় তিনি বলেন, ‘২৬ মার্চ স্বাধীনতা দিবস। বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে নয় মাস প্রকাশ্য শত্রুর সঙ্গে লড়াই করে লক্ষ প্রাণের বিনিময়ে বীর বাঙালি এই দেশকে স্বাধীন করেছিল। আজ আমাদের দেশ অদৃশ্য এক শত্রুর কবলে বন্দি। এই শত্রুর নাম করোনাভাইরাস। এই মরণঘাতী করোনাভাইরাসকে কীভাবে প্রতিহত করব, সেটা কিন্তু সবাই জানি। কিন্তু আমরা জেনেশুনেও অধিকাংশ মানুষ নির্বোধের মতো আচরণ করছি। আমরা অনেকেই জেগে ঘুমাচ্ছি। শুধু গুটি কয়েক মানুষ সচেতন হয়ে তো লাভ নেই! এই মহাবিপদে সবাইকে সচেতন হতে হবে। আমরা আতঙ্কিত হচ্ছি কিন্তু অধিকাংশ মানুষ সচেতন হচ্ছি না।’

সাধারণ মানুষের কিছু ভুল কর্মকাণ্ড তুলে ধরে এ অভিনেতা বলেন, ‘একাত্তর সালের মতো অস্ত্র হাতে নিয়ে এখন আমাদের যুদ্ধ করতে হবে না। সামান্য কিছু নিয়ম মেনে চলতে হবে। সরকারিভাবে সর্বাত্বকভাবে সবাইকে সচেতন করার চেষ্টা করা হচ্ছে। কিন্তু অধিকাংশ মানুষ সচেতন হচ্ছি না। আইন-শৃঙ্খলা বাহিনীকে সাহায্য করছি না। সবকিছু অমান্য করে মৃত্যুকে আমন্ত্রণ জানাচ্ছি। সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে, মানুষকে ঘরে থাকার জন্যে। কিন্তু দায়িত্ব জ্ঞানহীনের মতো লাখ লাখ মানুষ ট্রেনে-বাসে উৎসবের মতো আয়োজন করে গ্রামের বাড়ি ফিরছে। রাস্তা-ঘাটে মানুষের ঢল। আর এভাবেই আমরা করোনাভাইরাসের সংক্রমণ ঘটাচ্ছি।’

দেখুন:

 

 

ঢাকা/শান্ত

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়