ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

করোনার ভুয়া ওষুধ বেচতে গিয়ে অভিনেতা গ্রেপ্তার

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:০৭, ২৮ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
করোনার ভুয়া ওষুধ বেচতে গিয়ে অভিনেতা গ্রেপ্তার

করোনাভাইরাস বা কোভিড-১৯ রোগের ভুয়া ওষুধ বিক্রি করতে গিয়ে গ্রেপ্তার হয়েছেন মার্কিন অভিনেতা কেথ লরেন্স মিডলব্রুক।

গত ২৫ মার্চ এফবিআই এজেন্টের হাতে তিনি গ্রেপ্তার হন। কোয়ান্টাম প্রিভেনশন সিভি ইনক নামের একটি প্রতিষ্ঠানের ওষুধ বিক্রির চেষ্টা করছিলেন তিনি। ক্রেতা সেজে থাকা আন্ডারকাভার এজেন্টকে ওষুধের প্যাকেট দিতে এলে তাকে গ্রেপ্তার করা হয়।

তদন্ত প্রতিবেদন থেকে জানা গেছে, এক ক্ষুদে বার্তায় বিনিয়োগকারীদের মিডলব্রুক লেখেন, ‘লস অ্যাঞ্জেলেসের একজন রোগী যিনি করোনাভাইরাসের চিকিৎসা নিচ্ছিলেন, আমার এই ইনজেকশন নেওয়ার ৫১ ঘণ্টার মধ্যে সুস্থ হয়ে হাঁটাহাঁটি করছেন।’ এছাড়া প্রলোভন দেখিয়ে তিনি লিখেছেন, ‘যদি কেউ এখন ১ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করে তাহলে পরবর্তীতে ২০০-৩০০ মিলিয়ন মার্কিন ডলার ফেরত পাবে।’

এছাড়া তিনি দাবি করেন, তার প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদে বাস্কেটবল খেলোয়াড় এয়ারভিন ‘ম্যাজিক’ জনসন রয়েছেন। তবে এটি সত্য নয় বলে তদন্ত কর্মকর্তাদের নিশ্চিত করেছেন জনসন। এই প্রতিষ্ঠান সম্পর্কে অবগত নন বলে জানিয়েছেন তিনি।

কেথ লরেন্স মিডলব্রুক আয়রন ম্যান টু সিনেমায় অভিনয় করছেন। এছাড়া জনপ্রিয় টিভি সিরিজ ‘এনট্যুরেজ’-এ তাকে দেখা গেছে।

 

ঢাকা/মারুফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়