ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

করোনায় আক্রান্ত চিত্রনায়ক মারুফ

প্রকাশিত: ১৬:১৫, ২৮ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
করোনায় আক্রান্ত চিত্রনায়ক মারুফ

চিত্রনায়ক কাজী মারুফ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

রাইজিংবিডিকে এ খবর নিশ্চিত করে প্রযোজক-পরিচালক বিপ্লব শরীফ বলেন, ‘যুক্তরাষ্ট্রের চিকিৎসকের কথা অনুযায়ী কাজী মারুফ ও তার সহধর্মিণী করোনাভাইরাসে কিছুটা আক্রান্ত, ওরা দুজনেই হোম কোয়ারেন্টাইনে আছেন। সকলের কাছে বিনীত অনুরোধ, মারুফ ও তার স্ত্রী এবং ওদের দুইটা মাসুম বাচ্চার জন্য দোয়া করবেন। ওরা যেন সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসতে পারে।’

মারুফ দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। সেখানেই তিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

অ্যাকশন ঘরানার চলচ্চিত্রের অভিনেতা কাজী মারুফ ‘ইতিহাস’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন। কাজী হায়াৎ পরিচালিত এই চলচ্চিত্র মুক্তি পায় ২০০২ সালে। প্রথম সিনেমায় অভিনয় করেই তার হাতে উঠে জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এরপর ‘অন্ধকার’, ‘রাস্তার ছেলে’, ‘বস্তির ছেলে কোটিপতি’, ‘দারোয়ানের ছেলে’, ‘দেহরক্ষী’, ‘ইভটিজিং’, ‘সর্বনাশা ইয়াবা’সহ বেশকিছু জনপ্রিয় সিনেমায় অভিনয় করেন তিনি।



ঢাকা/রাহাত সাইফুল/শান্ত

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়