ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

সেই বনশ্রীর পাশে শিল্পী সমিতি

প্রকাশিত: ১৩:০০, ৩১ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সেই বনশ্রীর পাশে শিল্পী সমিতি

‘সোহরাব-রুস্তম’, ‘নেশা’, ‘মহাভূমিকম্প’, ‘প্রেম বিসর্জন’, ‘ভাগ্যের পরিহাস’সহ বেশকিছু সিনেমার জনপ্রিয় নায়িকা বনশ্রী। কিন্তু জীবনের রঙিন গল্পটা খুব তাড়াতাড়ি ফুরিয়ে গেছে তার। দারিদ্র্যতার কবলে পড়ে রাজধানীতে বাসে বাসে বই, ফুল বিক্রি করেছেন তিনি। 

মহামারি করোনা প্রকোপের এই দুর্দিনে বনশ্রীর পাশে দাঁড়ালেন চলচ্চিত্র শিল্পী সমিতি। আজ মঙ্গলবার শিল্পী সমিতির পক্ষ থেকে বনশ্রীকে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রী দেওয়া হয়। রাইজিংবিডিকে বিষয়টি জানিয়েছেন শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান।

জায়েদ খান বলেন, ‘আমরা নির্বাচিত হওয়ার পর শিল্পীদের জন্য অনেক কিছু করেছি। করোনা মহামারিতে শিল্পী সমিতি থেকে অসচ্ছল শিল্পীদের নগদ অর্থসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য বিতরণ করছি।’

নায়িকা বনশ্রী অনেক আগেই চলচ্চিত্রাঙ্গন থেকে ছিটকে পড়েছেন। ইন্ডাস্ট্রির অনেকেই তার খবর রাখেন না। শিল্পী সমিতির এমন উদ্যোগে আপ্লুত বনশ্রী।

 

ঢাকা/রাহাত সাইফুল/শান্ত

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়