ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

অসচ্ছল শিল্পীদের পাশে স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত: ০৫:৩৮, ১ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
অসচ্ছল শিল্পীদের পাশে স্বরাষ্ট্রমন্ত্রী

করোনা মোকাবেলায় হোম কোয়ারেন্টাইনে আছেন অসংখ্য মানুষ। করোনা সংক্রমণ এড়াতে সবাইকে ঘরে থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। কিন্তু চলচ্চিত্রের সকল কার্যক্রম বন্ধ থাকায় অসচ্ছল শিল্পীরা কষ্টে দিন যাপন করছেন।

চলচ্চিত্রের অসচ্ছল শিল্পীদের মাঝে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী দিয়ে সহযোগিতা করলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। গতকাল মঙ্গলবার শিল্পী সমিতি এগুলো বিতরণ করে। পুরো বিষয়টি তত্ত্বাবধান করে শিশু প্রতিভা বিকাশ কেন্দ্র। পাশাপাশি এফডিসিতে জীবাণুনাশকও ছিটানো হয়।

এ প্রসঙ্গে শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান বলেন, ‘আমরা চেষ্টা করছি যতটা সম্ভব অসচ্ছল শিল্পীদের পাশে থাকতে। স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ও আমাদের জন্য আশীর্বাদ রূপে এসেছেন। তিনি বেশ কিছু সামগ্রীর ব্যবস্থা করে দিয়েছেন।’

এদিকে দেশে করোনা সংক্রমিত হওয়ার পর বিভিন্ন ব্যক্তি ও সংস্থার কাছে নিয়মিত যাচ্ছে চলচ্চিত্র শিল্পী সমিতি। এর আগে চিত্রনায়ক অনন্ত জলিলের দেওয়া ত্রাণ দু’দফায় বিতরণ করে সংগঠনটি।

 

ঢাকা/রাহাত সাইফুল/শান্ত

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়