RisingBD Online Bangla News Portal

ঢাকা     বৃহস্পতিবার   ০৩ ডিসেম্বর ২০২০ ||  অগ্রাহায়ণ ১৯ ১৪২৭ ||  ১৬ রবিউস সানি ১৪৪২

প্রথম দেখায় সানিকে ভুল বুঝেছিলেন ড্যানিয়েল 

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:২৬, ১ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
প্রথম দেখায় সানিকে ভুল বুঝেছিলেন ড্যানিয়েল 

বলিউড অভিনেত্রী সানি লিওন। ধীরে ধীরে ভারতীয় শোবিজ অঙ্গনে শক্ত অবস্থান তৈরি করে নিয়েছেন।

সম্প্রতি এক সাক্ষাৎকারে স্বামী ড্যানিয়েল ওয়েবারের সঙ্গে প্রথম দেখার স্মৃতিচারণ করেন সানি। এই অভিনেত্রী জানান, শুরুতে তাকে সমকামী ভেবে ভুল বুঝেছিলেন ড্যানিয়েল।

সানি লিওন বলেন, ‘ড্যানিয়েলের সঙ্গে যখন আমার প্রথম দেখা হয় এক বান্ধবীর সঙ্গে এবং তার হাত ধরে ছিলাম। সে মনে করেছিল আমি সমকামী। আমাকে সম্পূর্ণ ভুল বুঝেছিল।’ এ প্রসঙ্গে ড্যানিয়েল বলেন, ‘আমি কনফিউজড ছিলাম। কারণ তারা পরস্পরের হাত ধরে ছিল এবং বিষয়টি আমি সম্পূর্ণ ভুল বুঝেছিলাম।’

প্রথম দেখার স্মৃতিচারণ করে সানি বলেন, ‘আমরা লাস ভেগাসে ছিলাম। ড্যানিয়েলের এক ব্যান্ড মেটের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। পৌলি শোর নামের এক কমেডিয়ানের সঙ্গে আমার ডেটে যাওয়ার কথা ছিল। কিন্তু সে আমাকে ছেড়ে যায়।’ ড্যানিয়েলের ভাষায়, ‘সৃষ্টিকর্তা আমাকে তার কাছে পাঠিয়েছেন। সবই নিয়তি।’

সানি লিওন ও ড্যানিয়েল ওয়েবার ২০১১ সালে বিয়ে করেন। বর্তমানে মুম্বাইয়ে বসবাস করছেন। তাদের তিন সন্তান। এর মধ্যে মেয়ে নিশাকে তারা দত্তক নিয়েছেন। অন্যদিকে সারোগেসির মাধ্যমে যমজ সন্তান নোয়াহ ও অ্যাশারের জন্ম হয়।

 

ঢাকা/মারুফ

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়