ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

শিল্পীর পাশে শিল্পীরা

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪৮, ৯ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
শিল্পীর পাশে শিল্পীরা

শহীদুজ্জামান সেলিম, আহসান হাবিব নাসিম (ফাইল ফটো)

শতাধিক অসচ্ছল অভিনয়শিল্পীর পাশে দাঁড়িয়েছে অভিনয় শিল্পী সংঘ। করোনার এই সংকটকালে এসব শিল্পীদের কাছে খাদ্য দ্রব্য ও অর্থ সহায়তা পৌঁছে দেওয়ার কার্যক্রম শুরু করেছে সংগঠনটি।

অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক আহসান হাবিব নাসিম বলেন—সমিতির সদস্যদের অর্থ, পরামর্শ ও অন্যান্য সহযোগিতায় শতাধিক ক্ষতিগ্রস্ত শিল্পীর পাশে আপাতত খাদ্য দ্রব্য ও অর্থ সহায়তা পৌঁছে দেওয়ার কাজ শুরু করেছি। সরকারি সহযোগিতার জন্য তালিকা পাঠানো হয়েছে। সরকারি সহযোগিতা পেলে দ্রুত তা বিতরণ করব।

অসচ্ছল শিল্পীদের প্রতি আহ্বান জানিয়ে নাসিম বলেন—আপনার যে কোনো প্রয়োজনে আপনি নিঃসংকোচে কার্যনির্বাহী পরিষদের সঙ্গে যোগাযোগ করবেন। আমরা বিশ্বাস করি, এই করোনা সংকট সবাই মিলে একসঙ্গে কাটিয়ে উঠব।

মহামারি করোনা সংক্রমণ রোধে টেলিভিশন নাটকের সব ধরনের শুটিং বন্ধ রাখা হয়েছে। এতে সব শিল্পী এখন বেকার সময় পার করছেন। কিন্তু স্বল্প আয়ের শিল্পী ও কুশলীরা অর্থনৈতিকভাবে টানাপোড়নে দিন কাটাচ্ছেন। এই দুঃসময়ে তাদের প্রতি সহযোগিতার হাত বাড়িয়েছে সংগঠনটি।

 

ঢাকা/শান্ত

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়